১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ০৪:১৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


নিউজিল্যান্ডে ট্রাইনেশন
পাকিস্তানের কাছে ২১ রানে হার বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৭-১০-২০২২
পাকিস্তানের কাছে ২১ রানে হার বাংলাদেশের রিজওয়ান, ব্যাট হাতে করেন তিনি অপরাজিত ৭৮ রান/ছবি সংগৃহীত


নিউজিল্যান্ডে বিশ্বকাপের প্রস্তুতি ট্রাইনেশনের প্রথম ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। ক্রাইষ্টচার্জে অনুষ্টিত এ ম্যাচে প্রথম ব্যাটিং করে পাকিস্তান সংগ্রহ করেছিল ১৬৭ রান পাচ উইকেটে। যার মধ্যে রিজওয়ানের সর্বোচ্চ অপরাজিত ৭৮ রান উল্লেখযোগ্য। এ ছাড়া শান ৩১ ও বাবর করেছিলেন ২২ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন নেন দুই উইকেট। মুস্তাফিজ ছিলেন উইকেটশুন্য। মিরাজ, নাসুম,হাসানরা নেন একটি করে উইকেট। 




এরপর ১৬৮ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে দেরশ রানের আগেই শেষ করে ইনিংস। বাংলাদেশ তাদের টি-২০ ম্যাচে বেশীরভাগ সময় দেরশ’র রানের বেশী করতে ব্যার্থ। এ ম্যাচেও সে ধারাবাহিকতায়। ২০ ওভারে ৮ উইকেটে সংগ্রহ করে তারা ১৪৬/৮ রান। ইয়াসির সর্বোচ্চ অপরাজিত ৪২, এছাড়া লিটন ৩৫,আফিফ ২৫ ও সাব্বির ১৪ রান করেন। 


ফলে ম্যাচে হেরে যান ২১ রানে। পাকিস্তানের পক্ষে ওয়াসীম জুনিয়র ২৪ রানে তিন উইকেট। 


শেয়ার করুন