১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬:০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নতুন প্রেসিডেন্ট রচি, সম্পাদক মশিউর
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-১২-২০২৪
আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নতুন প্রেসিডেন্ট রচি, সম্পাদক মশিউর সভায় উপস্থিত নেতৃবৃন্দ


২০০৮ সালে প্রতিষ্ঠিত পেশাজীবী সাংবাদিকদের সংগঠন ‘আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ৯ ডিসেম্বর সন্ধ্যায়। জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে আয়োজিত সভায় প্রেসক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ সাঈদের সভাপতিত্বে এই সভা পরিচালনা করেছেন সাধারণ সম্পাদক মন্জুরুল হক। এই সাধারণ সভায় আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের ৯ সদস্যের নতুন কমিটি গঠিত হয়েছে। ২০২৫-২৬ বছরের নতুন কমিটির প্রেসিডেন্ট হয়েছেন শওকত ওসমান রচি, সাধারণ সম্পাদক হয়েছেন মশিউর রহমান মজুমদার ও কোষাধ্যক্ষ মল্লিকা খান মুনা।

সভার শুরুতে ক্লাবের প্রয়াত সদস্য আব্দুল হাই স্বপনের আত্মার মাগফিরাত কামনা, বেলাল আহমেদসহ অসুস্থ সদস্যদের জন্যে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেছেন ক্লাবের সিনিয়র সদস্য সৈয়দ ওয়ালিউল আলম। সাধারণ সভায় সভাপতির শুভেচ্ছা বক্তব্যের পর মন্জুরুল হক সাধারণ সম্পাদকের প্রতিবেদন এবং মশিউর রহমান মজুমদার কোষাধ্যক্ষের প্রতিবেদন পেশ করেন। সদস্যরা প্রতিবেদন দুটি অনুমোদন করেন।

পরে ১৬ জন সাংবাদিককে প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত সকলের উপস্থিতিতে নতুনদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ইতিপূর্বে কার্যকরি কমিটিতে আলোচিত ৯ সদস্যের নতুন কমিটির নাম প্রস্তাব করেন ক্লাব সভাপতি। উপস্থিত সদস্যরা অনুমোদন করেন এবং করতালি দিয়ে এই প্রস্তাবিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান।

এছাড়াও প্রেসক্লাবকে শক্তিশালী করার লক্ষে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দর্পন কবীর, নতুন কমিটির সভাপতি শওকত ওসমান রচি, নতুন কমিটির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মজুমদার, মল্লিকা খান মুনা, সৈয়দ ওয়ালীউল আলম, পাপিয়া বেগম, এনামুল হক এনাম, শফিকুল ইসলাম সাবু, তাপস কুমার সাহা, সীমা সুস্মিতা, মো. আজিজুল হক, মো. আরিফুর রহমান, মো. মাহে আলম জেমস, এনাম চৌধুরী, দীপক কুমার আচার্য, খোরশেদ আলম রিংকু, উত্তম কুমার সাহা, শামীম আহমেদ, কামরুল হাসান প্রমুখ।

সবশেষে বর্তমান সভাপতি মোহাম্মদ সাঈদ উপস্থিত সব সদস্যের ধন্যবাদ এবং নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন