৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৮:১১:১৪ অপরাহ্ন


অমর মিত্র-নূরুল হুদা বন্যা আসাদ আসছেন বইমেলায়
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৭-২০২২
অমর মিত্র-নূরুল হুদা বন্যা  আসাদ আসছেন বইমেলায়


আগামী ২৮ জুলাই  জ্যামাইকা পারফর্মিং আট সেন্টারে শুরু হতে যাচ্ছে ৩১তম নিউইয়র্ক বাংলা বইমেলা। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লেখক-সাহিত্যিকরা যোগ দিচ্ছেন কোভিড-উত্তর এই বইমেলায়। বাংলাদেশ থেকে  আসছেন মুহম্মদ নূরুল হুদা, আসাদ মান্নান, হুমায়ূন কবীর ঢালী, মোহাম্মদ রিশাদ হুদা, রেজওয়ানা চৌধুরী বন্যা ও সৈয়দ আল ফারুক। কলকাতা থেকে আসছেন অমর মিত্র।  বইমেলার আহŸায়ক গোলাম ফারুক ভুঁইয়া জানান, ইংল্যান্ড থেকে শাহাদুজ্জামান আসছেন এবারের বইমেলায়। আসছেন ছড়াকার লুৎফর রহমান রিটন, বিরূপাক্ষ পাল।

টরন্টো থেকে জসিম মল্লিক, সুইডেন থেকে দেলওয়ার হোসেন, লস অ্যাঞ্জেলেস থেকে আনিসুজ জামান ও চিন্ময় রায় চৌধুরী,  হিউস্টন থেকে সফিক আহমেদ, ফ্লোরিডা থেকে শাহাব আহমেদ, ডালাস থেকে ফরহাদ হোসেন, অস্টিন থেকে বিমল সরকার, ওয়াশিংটন থেকে আবদুন নূর ও লায়লা হাসান ন্যাশভিল থেকে ডা. হুমায়ূন কবীরসহ আরো অসংখ্য কবি-লেখক-সাহিত্যিক।

২৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত চার দিনব্যাপী অনুষ্ঠান চলবে রাত ১১টা পর্যন্ত। বাংলাদেশ, ভারত, লন্ডন, সুইডেন, অস্ট্রেলিয়া, কানাডা থেকে প্রচুর সংখ্যক কবি-লেখক-সাহিত্যিক যোগ দিচ্ছেন। প্রতিদিনই রয়েছে সাহিত্যের অনুষ্ঠান ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান। অস্ট্রেলিয়া থেকে নীরা রহমান, লন্ডন থেকে নাহিদ নাজিয়াসহ আরো অনেক শিল্পী সংগীত পরিবেশন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান পরিবেশন করবে বিপা। সমাপনী অনুষ্ঠান করবে আড্ডা। 

মুক্তধারা নিউইয়র্ক, ঘুংঘুরসহ আমেরিকা থেকে ৮টি প্রকাশনা সংস্থার স্টল থাকছে এবারের বইমেলায়। জ্যামাইকা পারফর্মিং আট সেন্টার, ১৫৩-১০ জ্যামাইকা অ্যাভিনিউ, জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩২। জ্যামাইকাগামী ই-ট্রেনে শেষ স্টেশনে নামলেই বইমেলার স্থান।

এছাড়া বইমেলায় প্রকাশনা সংস্থা অনন্যার স্বত্বাধিকারী মনিরুল হক, কথা প্রকাশের জসিম উদ্দিন, নালন্দার রেদওয়ানুর রহমান, ইত্যাদি প্রকাশনার জহীরুল আবেদীন জুয়েল, অঙ্কুর প্রকাশনীর মেসবাহউদ্দীন আহমেদ, আকাশ প্রকাশনীর আলমগীর শিকদার লোটন, কবি প্রকাশনীর সজল আহমেদ, স্বদেশ শৈলী, অ্যাডর্ন পাবলিকেশন্স, প্রথমা প্রকাশন ও কাকলী প্রকাশনী বাংলাদেশ থেকে যোগ দিচ্ছে।


শেয়ার করুন