১৮ অক্টোবর ২০২৫, শনিবার, ০১:৪৬:৩২ পূর্বাহ্ন


ফেডারেল গভর্নমেন্ট শাটডাউনে ইউএস পাসপোর্ট সেবা চলমান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-১০-২০২৫
ফেডারেল গভর্নমেন্ট শাটডাউনে ইউএস পাসপোর্ট সেবা চলমান ইউএস পাসপোর্ট


যুক্তরাষ্ট্রে ফেডারেল গভর্নমেন্ট শাটডাউন আজ ১৩তম দিনে প্রবেশ করেছে। এর ফলে বিভিন্ন ফেডারেল সেবায় প্রভাব পড়লেও আন্তর্জাতিক ভ্রমণের জন্য পাসপোর্ট নেওয়ার পরিকল্পনা করা যাত্রীদের উদ্বেগের কারণ নেই। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, সরকারি তহবিল স্থগিত থাকলেও দেশীয় ও বিদেশে কনস্যুলার কার্যক্রম, পাসপোর্ট ও ভিসা সেবা এবং বিদেশে থাকা আমেরিকান নাগরিকদের সহায়তা চলমান থাকবে। পাসপোর্ট প্রক্রিয়াকরণ বর্তমানে আগের মতোই চলছে। সাধারণ পাসপোর্টের জন্য প্রায় ৪-৬ সপ্তাহ সময় লাগে। দ্রুত সেবা চাইলে ৬০ ডলার ফি দিয়ে প্রায় দুই-তিন সপ্তাহের মধ্যে পাসপোর্ট পাওয়া যায়।

পাসপোর্ট ইস্যু করা সংস্থা কনস্যুলার অ্যাফেয়ার্স ব্যুরো ‘আবশ্যকীয়’ হিসেবে গণ্য হওয়ায় এবং এটি আবেদন ফি থেকে অর্থায়ন হওয়ায় শাটডাউনের সময়ও কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। পাসপোর্ট এজেন্সি ও কেন্দ্রগুলো আগামী ১৪ দিনের মধ্যে বিদেশ ভ্রমণ বা ২৮ দিনের মধ্যে ভিসার জন্য তাড়াতাড়ি আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট দেয়। জরুরি প্রয়োজনে, স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার নির্দেশনা ও অবস্থান ম্যাপ পাওয়া যায়। তাই প্রয়োজনে পাসপোর্ট এজেন্সি ও সেন্টারে সরাসরি জরুরি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া সম্ভব।

তবে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) কর্মী এবং বিমান নিয়ন্ত্রণকর্তাদের অসুস্থতার ছুটির কারণে বিমান নিরাপত্তা ও নিয়ন্ত্রণে বিলম্ব বা সমস্যা দেখা দিতে পারে। এজন্য যাত্রীদের বিমানযাত্রার পূর্বে সময়মতো বিমানবন্দরে পৌঁছানো এবং বিমান সংস্থার সর্বশেষ আপডেট অনুসরণ করা জরুরি। গভর্নমেন্ট শাটডাউন দীর্ঘায়িত হলে বিমানযাত্রা ও পাসপোর্ট প্রক্রিয়াকরণে প্রভাব আরও বাড়তে পারে। তাই আন্তর্জাতিক ভ্রমণে যাচ্ছেন এমন যাত্রীদের দ্রুত সেবা নিশ্চিত করতে এক্সপিডাইটেড সার্ভিস নেওয়া বা নিকটবর্তী এজেন্সি ভিজিট করা গুরুত্বপূর্ণ। সরকারি শাটডাউনের সময়ও পাসপোর্ট প্রক্রিয়াকরণ ও বিমান যাত্রার ক্ষেত্রে বড় ধরনের আর্থিক বা প্রশাসনিক ব্যাঘাত ঘটেনি, তবে যাত্রীদের সতর্ক থাকা জরুরি।

শেয়ার করুন