১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১০:৪৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


নিউইয়র্কে অভিবাসীদের অবদান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-০৮-২০২৫
নিউইয়র্কে অভিবাসীদের অবদান


নিউইয়র্ক শুধু একটি স্টেট নয়, এটি যুক্তরাষ্ট্রের বৈচিত্র্যময় সংস্কৃতি, ইতিহাস ও অর্থনৈতিক সমৃদ্ধির প্রতীক। এ গৌরবময় অবস্থান গঠনে অভিবাসীদের অবদান অপরিসীম। যুক্তরাষ্ট্রে অভিবাসনের ইতিহাস বহু প্রাচীন হলেও নিউইয়র্ক দীর্ঘদিন ধরেই নানা দেশের মানুষকে আলিঙ্গন করে আসছে। এলিস আইল্যান্ডের আগেই এ স্টেট বিভিন্ন দেশের মানুষকে আপন করে নিয়েছে। আজকের দিনে অভিবাসীরা নিউইয়র্কের সমাজ, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হয়ে উঠেছেন। বর্তমানে নিউইয়র্কের ২৩ দশমিক ১ শতাংশ মানুষই অভিবাসী। সংখ্যায় প্রায় ৪৫ লাখ ৩০ হাজার। এদের মধ্যে নারী ৫২ দশমিক ৮ শতাংশ এবং পুরুষ ৪৭ দশমিক ২ শতাংশ। অভিবাসীদের কর্মক্ষমতার হার অত্যন্ত উচ্চ, যার কারণে তারা রাজ্যের শ্রমবাজারে ২৭ দশমিক ৮ শতাংশ অংশীদার। প্রায় ২৮ লাখ ১৬ হাজার ৯০০ অভিবাসী রাজ্যের বিভিন্ন সেক্টরে কাজ করছেন। বিশেষ করে পরিবহন, নির্মাণ, পরিষেবা, স্বাস্থ্যসেবা, আতিথেয়তা ও খাদ্যসেবায় অভিবাসীদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অভিবাসীরা সবচেয়ে বেশি কাজ করেন পরিবহন ও গুদামজাত শিল্পে (৪২.২ শতাংশ), নির্মাণে (৩৭.৪ শতাংশ), সাধারণ পরিষেবায় (৩৫.৮ শতাংশ), স্বাস্থ্যসেবা ও সামাজিক সেবায় (৩৪.১ শতাংশ) এবং হোটেল ও রেস্টুরেন্টে (৩১.১ শতাংশ)। সবচেয়ে বেশি অভিবাসীর উপস্থিতি দেখা যায় ম্যনিকিউর ও পেডিকিউর (৮৯.৪ শতাংশ), ট্যাক্সি চালনা (৭৫.৭ শতাংশ), হোম হেলথ এইড (৭৫.১ শতাংশ), গৃহপরিচারিকা (৬৭.৭ শতাংশ) এবং রং মিস্ত্রির (৬১.৩ শতাংশ) পেশায়।

নিউইয়র্কে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত খাতে কর্মরতদের মধ্যে ২৬ দশমিক ৬ শতাংশ অভিবাসী, যা তাদের উচ্চপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অংশীদার করে তোলে। অন্যদিকে স্বাস্থ্য খাতেও অভিবাসীদের বিশাল ভূমিকা রয়েছে ৫৯ দশমিক ৫ শতাংশ হেলথ এইড এবং ৩০ দশমিক ৬ শতাংশ নার্স অভিবাসী।

অর্থনৈতিকভাবে অভিবাসীরা বছরে প্রায় ২৩৫ দশমিক ৩ বিলিয়ন ডলার আয় করেন, যার মধ্যে ১৬০ দশমিক ৫ বিলিয়ন ডলার তাদের ব্যয়ক্ষমতা এবং ৭৪ দশমিক ৮ বিলিয়ন ডলার কর আকারে প্রদান করেন। এর মধ্যে ৪৩ দশমিক ৫ বিলিয়ন ডলার ফেডারেল কর এবং ৩১ দশমিক ৩ বিলিয়ন ডলার রাজ্য ও স্থানীয় কর। তারা সোশ্যাল সিকিউরিটি তহবিলে ২০ দশমিক ১ বিলিয়ন এবং মেডিকেয়ারে ৫ দশমিক ৭ বিলিয়ন ডলার অবদান রাখেন। শিক্ষাক্ষেত্রে অভিবাসীদের অবদানও কম নয়। আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৮১৩, যারা রাজ্যের অর্থনীতিতে ৬ দশমিক ৩ বিলিয়ন ডলার অবদান রেখে ৫১ হাজারেরও বেশি চাকরি সমর্থন করে। এছাড়া অভিবাসীদের মধ্য থেকে অনেকেই উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন-৩ লাখ ১৬ হাজার ৫০০ অভিবাসী উদ্যোক্তা বছরে প্রায় ৮ দশমিক ৬ বিলিয়ন ডলারের ব্যবসা পরিচালনা করেন।

নিউইয়র্ক স্টেটে অভিবাসী পরিবারের সংখ্যা আনুমানিক ২৩ দশমিক ৫৩ লাখ, যা রাজ্যের মোট পরিবারের একটি উল্লেখযোগ্য অংশ। এ সংখ্যা নির্ধারণ করা হয়েছে প্রায় ৪৫ দশমিক ৩ লাখ অভিবাসী বাসিন্দা এবং গড় পরিবারের সদস্যসংখ্যা (প্রায় ১ দশমিক ৯ থেকে ২ জন) হিসাব করে। এ অভিবাসী পরিবারগুলোর মধ্যে ৮ লাখ ৫২ হাজার ৫০০ পরিবার নিজস্ব বাড়ির মালিক, যা প্রমাণ করে যে তারা শুধু ভাড়াটে নয়, বরং নিউইয়র্কের আবাসন খাতে স্থায়ী অবদান রাখছে। অভিবাসী পরিবারগুলোর হাতে বর্তমানে প্রায় ৬৪০ দশমিক ৫ বিলিয়ন ডলারের আবাসন সম্পদ রয়েছে, যা রাজ্যের মোট আবাসন সম্পদের বড় একটি অংশ। পাশাপাশি এসব পরিবার বছরে প্রায় ২৩ দশমিক ৯ বিলিয়ন ডলার ভাড়াও পরিশোধ করে, যা স্থানীয় অর্থনীতিতে একটি বড় আকারের আর্থিক প্রবাহ সৃষ্টি করে। এ তথ্যগুলো থেকে স্পষ্ট হয়, অভিবাসীরা নিউইয়র্কের আবাসন ও অর্থনৈতিক ব্যবস্থায় কতটা গুরুত্বপূর্ণ ও অপরিহার্য ভূমিকা পালন করছেন।

বাসস্থানেও অভিবাসীদের ভূমিকা লক্ষণীয়। প্রায় ৮ দশমিক ৫ লাখ অভিবাসী গৃহমালিক এবং তাদের হাতে ৬৪০ দশমিক ৫ বিলিয়ন ডলারের আবাসিক সম্পদ রয়েছে। পাশাপাশি তারা বছরে প্রায় ২৩ দশমিক ৯ বিলিয়ন ডলার ভাড়া প্রদান করেন। নাগরিকত্ব ও ভোটাধিকারেও অভিবাসীদের প্রভাব দিন দিন বাড়ছে। বর্তমানে ২৭ লাখের বেশি অভিবাসী নাগরিকত্ব পেয়েছেন এবং প্রায় ২৫ দশমিক ৭ লাখ ভোটার হিসেবে যোগ্য। আরো ৭ দশমিক ২৩ লাখ নাগরিকত্বের জন্য যোগ্য রয়েছেন। অবৈধ অভিবাসীর সংখ্যা নিউইয়র্কে ৬ লাখ ১৬ হাজার ৩০০, যাদের ৯১ দশমিক ৭ শতাংশ কর্মক্ষম এবং ৫১ হাজার ৩০০ জন উদ্যোক্তা। তাদের বার্ষিক ঘরোয়া আয় ২৫ দশমিক ১ বিলিয়ন ডলার এবং কর প্রদানের পরিমাণ ৬ দশমিক ৭ বিলিয়ন ডলার।

ডাকাযোগ্য ৪৭ হাজার ৬০০ জন তরুণের শ্রমশক্তিতে অংশগ্রহণ প্রায় ৯৬ শতাংশ এবং তারা ৮০০ দশমিক ৭ মিলিয়ন ডলার কর প্রদান করেন। শরণার্থী ও টিপিএস প্রাপকরাও এই অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নিউইয়র্কে ১ দশমিক ১০ লাখ শরণার্থী রয়েছেন, যাদের ৮৬ দশমিক ১ শতাংশ নাগরিকত্ব পেয়েছেন এবং ৯৬ দশমিক ৪ শতাংশ কর্মরত। তাদের বার্ষিক আয় ৬ দশমিক ৪ বিলিয়ন ডলার এবং তারা ২ বিলিয়ন ডলারের কর প্রদান করেন। টিপিএস প্রাপকের সংখ্যা ৫৬ হাজার ৮০০, যাদের ৯৬ দশমিক ১ শতাংশ কর্মরত এবং তাদের কর প্রদান ৬৫৪ দশমিক ৫ মিলিয়ন ডলার।

সব মিলিয়ে অভিবাসীরা শুধু শ্রমিক নন, তারা উদ্যোক্তা, নাগরিক, ভোটার, শিক্ষক, চিকিৎসক ও সমাজ গঠনের অন্যতম স্তম্ভ। নিউইয়র্কের অর্থনীতি, সংস্কৃতি, সামাজিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ উন্নয়নে তাদের অবদান অপরিসীম। অভিবাসন নীতিতে পরিবর্তন বা অনিশ্চয়তা তাদের এবং গোটা রাজ্যের জন্য গভীর প্রভাব ফেলতে পারে। সুতরাং অভিবাসীদের স্বীকৃতি ও সহায়তা প্রদান শুধু নৈতিক দায়িত্ব নয়, বরং ভবিষ্যতের একটি বিনিয়োগ।

শেয়ার করুন