১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ০৪:৪২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


‘বাচনিক সম্মাননা’ পাচ্ছেন মিথুন আহমেদ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-১০-২০২২
‘বাচনিক সম্মাননা’ পাচ্ছেন মিথুন আহমেদ মিথুন আহমেদ


‘বাচনিক সম্মাননা-২০২২’ সম্মাননা পাচ্ছেন বাংলাদেশের আবৃত্তিশিল্প আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, আবৃত্তিশিল্পী, আবৃত্তি প্রশিক্ষক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট যুক্তরাষ্ট্র শাখার অন্যতম সংগঠক মিথুন আহমেদ। এই সম্মাননা প্রদান করছে কানাডার ’বাচনিক’ সংগঠন।

আগামী ৫ নভেম্বর কানাডায় অনুষ্ঠিত বাচনিকের ১০ম বার্ষিক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হবে।

‘বাচনিক’ কানাডা, প্রতি বছর বিশেষ করে কবিতা ও আবৃত্তিশিল্পে অনবদ্য ভ‚মিকার জন্য একজন গুণী ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করে আসছে। কবি আসাদ চৌধুরী, হাসান মাহমুদ, দেলওয়ার এলাহী, রাশেদা মুনীর, রূমানা চৌধুরীর মতো আলোকিত ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত বাচনিক উপদেষ্টা পরিষদ ও  বাচনিক পরিবারের সকল আবৃত্তিশিল্পীরা মিথুন আহমেদকে এই সম্মাননা প্রদান করার জন্য মনোনীত করেছেন।  

আবৃত্তিশিল্পের বিকাশে তাঁর ধারাবাহিক অসাধারণ ভূমিকার জন্য মিথুন আহমেদকে নির্বাচন করা হয়েছে। কবিতার সাথে  মিথুন আহমেদ বাংলাদেশের জাতীয় পরিস্থিতির সংকটে- রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগ্রাম-আন্দোলনে সক্রিয় অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, ঘাতক দালান নির্মূল কমিটি, ১৪০০ সাল উদযাপন কমিটি এবং নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের তিনি একজন সাহসী সাংস্কৃতিক সহযোদ্ধা হিসেবে নিউইয়র্ক কমিউনিটিতে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।                             

মিথুন আহমেদ বাচনিকের এই সম্মাননা ২০২২ গ্রহণের স্বীকৃতি জানিয়ে বাচনিককে সম্মানিত করেছেন।

শেয়ার করুন