৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৬:৫৪:১৪ পূর্বাহ্ন


ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই’র শিশু-কিশোর মেধা প্রতিযোগিতা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০২-২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই’র শিশু-কিশোর মেধা প্রতিযোগিতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নতুন প্রজন্ম


অন্যান্য বছরের ন্যায় এবারো ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে প্রবাসে জন্ম নেয়া এবং বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে মেধা প্রতিযোগিতার আয়োজন করেছে। গত ১৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ ইনক’র উদ্যোগে সম্মিলিত মহান একুশ উদযাপন-২০২৫ এর অংশ হিসেবে শিশু- কিশোর মেধা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে উডসাইডের পিএস ১২৫ এর মিলনায়তনে। অত্যন্ত বৈরী আবহাওয়া সত্ত্বেও বিপুলসংখ্যক অভিভাবক, শিশু- কিশোর ও সুধীজনদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সম্মিলিত মহান একুশ উদযাপন পরিষদের আহবায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি এম এস আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বক্তব্য রাখেন শিশু-কিশোর মেধা প্রতিযোগিতা উপ-পরিষদের চেয়ারম্যান আজহার আলী খান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন কো-‍চেয়ারম্যান সাবিনা শারমিন নিহার, শামীম আরা বেগম ও সৈয়দ মিজানুর রহমান। সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন সরকার, নুপুর চৌধুরী ও গোলাম মোস্তফার সঞ্চালনায় তিনটি বিভাগে নয়টি বিষয়ভিওিক এই প্রতিযোগিতায় প্রায় অর্ধশতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সৈয়দ মোহাম্মদ উল্লাহ, মোহাম্মদ ফজলুর রহমান, অধ্যাপিকা হোসনে আরা বেগম, আলমা লিয়া, তারিক জুলফিকার ও মোঃ আজিজ নঈমী। বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারী প্রতিযোগীরা হল- আরশি সাহা, অয়ন্তিকা ঘোস, তাকওয়া শেহরিশ, তাহানিয়া শাহরিন, শাহারিন আমরিন, নুসাইবা খান মেহেরিশ, অথরা ঘোষ, সুবহানা শামীম, রুপন্তি সাহা, দিব‍্যমাধব মোদক, তেহজীব সাফা, তাহরাত সাবেকিন আয়াত, অনন‍্যা রায়, মেঘা সরকার, প্রমা দেব, জয়ীতা সাহা, তাহিম জায়েদ, অর্ক ঘোষ, শেখ মুনতাহা, সাহিতা নবী তয়ী, আগামী পৃত্থিরাজ সেন, মাহাথির, শ্রেয়ান মন্ডল, তাহিয়াতুল তাসবিহ, বুশরা তুবা, নিরজা সরকার, সইলী মন্ডল প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিচারকগণ অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে সর্বমোট ২৮ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন।

আগামী ২০ ফেব্রুয়ারি একুশের মূল অনুষ্ঠানের মঞ্চ থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মাদ হোসেন খান, সাইদা আক্তার লিলি, মোল্লা মনিরুজ্জামান, আবুল কালাম আজাদ তালুকদার, তাজুল ইসলাম, স্বপন বড়ুয়া, মোঃ হানিফ মজুমদার, আজহার আলী খান, মোঃ গোলাম মোস্তফা, মোঃ ইউসুফ আলী, মোঃ আব্দুল মতিন, নুপুর চৌধুরী, মীর কাদের রাশেল, শবনম পাপরী, ফতে নুর আলম বাবু, শফি আলম আনসারি, বেলায়েত হোসেন চৌধুরী, মনোয়ারুল ইসলাম, সৈয়দ মিজানুর রহমান, সবিতা দাস, ডঃ রুমা রায় চৌধুরী ও অন্তরা সাহা প্রমুখ।

সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এম এস আলম।

শেয়ার করুন