৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:৫২:২১ অপরাহ্ন


জিয়ার শাহাদতবার্ষিকীতে যুক্তরাষ্ট্র জাসাসের দোয়া
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০৬-২০২৫
জিয়ার শাহাদতবার্ষিকীতে যুক্তরাষ্ট্র জাসাসের দোয়া বক্তব্য রাখছেন ইঞ্জিনিয়ার সায়েম রহমান


বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্র্ষিকীতে যুক্তরাষ্ট্র জাসাস বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে। গত ৩০ মে বাদ মাগরিব এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে। দোয়া মাহফিল পরিচালনা করেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা আব্দুল সাদেক। যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি ইঞ্জিনিয়ার সায়েম রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরওয়ার্দীর পরিচালনায় দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন- যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ।

দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূইয়া, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সিলেট বিএনপির উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য এম এ বাতিন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি নিয়াজ আহমেদ জুয়েল, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুস সবুর, মোশাররফ হোসেন সবুজ, মাওলানা আবুল কালাম, গিয়াস উদ্দিন, ফারুক হোসেন মজুমদার, জাবেদ উদ্দীন, এমদাদ তরফদার, শেখ হায়দার আলী, মনির হোসেন প্রমুখ।

অতিথিরা বক্তব্যে বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণেই বাংলাদেশের জন্ম। তিনি জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তারা আরো বলেন, জিয়া ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক রাজনৈতিক নেতা। আমরা তারই আদর্শের সৈনিক। আজকে জিয়ার শাহাদতবার্ষিকীতে আমাদের শপথ নিতে হবে জিয়ার আদর্শে দেশ ও দল পরিচালনার।

সভাপতি ইঞ্জিনিয়ার সায়েম রহমান অনুষ্ঠানকে সফল এবং সার্থক করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দোয়া শেষে সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।

শেয়ার করুন