৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:২১:২৭ পূর্বাহ্ন


দরজায় প্যালেস্টাইনি পতাকা : ঘরে হামলা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০৬-২০২৫
দরজায় প্যালেস্টাইনি পতাকা : ঘরে হামলা


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আগৌরা হিলস শহরের ৩০৪০০ ব্লক অব প্যাসেজওয়ে প্লেস বাড়িতে বিদ্বেষমূলক হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ অনুযায়ী, ওই বাড়ির জানালায় একটি প্যালেস্টাইনি পতাকা ঝুলিয়ে রাখার কারণে একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি আক্রমণাত্মক আচরণ করে, ঘরের দরজায় জোরে ধাক্কাধাক্কি করে এবং বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করে পালিয়ে যায়।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগ জানিয়েছে, ঘটনাটি ঘটে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর। অভিযুক্ত ব্যক্তি দরজায় জোরে ধাক্কা দিয়ে তা ক্ষতিগ্রস্ত করেন এবং ভুক্তভোগীদের উদ্দেশ্যে হুমকিমূলক ও বর্ণবিদ্বেষপূর্ণ বক্তব্য প্রদান করেন। তদন্ত কর্মকর্তাদের ধারণা, এই আচরণের মূল কারণ ছিল বাড়ির ওপর তলার জানালায় প্রদর্শিত প্যালেস্টাইনি পতাকা।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে ছিল সাদা শার্ট ও কালো প্যান্ট এবং সে চশমা পরিহিত। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ ও ছবি বিশ্লেষণ করে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগ অভিযুক্তের ছবি প্রকাশ করেছে এবং জনসাধারণকে তাকে শনাক্ত করতে সহায়তা করার আহ্বান জানিয়েছে।

এই মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন ডিটেকটিভ অ্যাকুইনো। কেউ যদি এই বিষয়ে কোনো তথ্য জানেন, তাহলে তাকে ৮১৮-৮৭৮-১৮০৮ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

গাজা ও মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রজুড়ে মুসলিম ও প্যালেস্টিনিদের প্রতি সহানুভূতিশীল ব্যক্তিদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ ও ঘৃণাজনিত অপরাধ বেড়েছে। আগৌরা হিলসের এই ঘটনাটি সেই ক্রমবর্ধমান বিদ্বেষেরই আরেকটি উদাহরণ।

শেয়ার করুন