৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:৩৯:০০ পূর্বাহ্ন


যুক্তরাষ্ট্রে তিন মাস জেল খেটে ফিরেই বিমানবন্দরে আটক যুবলীগ নেতা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৫-২০২৫
যুক্তরাষ্ট্রে তিন মাস জেল খেটে ফিরেই বিমানবন্দরে আটক যুবলীগ নেতা আজম পাশা চৌধুরী রুমেল


যুক্তরাষ্ট্রে তিন মাসের সাজা ভোগ শেষে দেশে ফিরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল।

গত ১৭ মে বাংলাদেশে পৌঁছলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করে। পরে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল ঢাকায় গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার জানান, রুমেলকে থানায় আনার পর কোম্পানীগঞ্জ থানাকে অবহিত করা হয়। পরে তাদের একটি দল এসে তাকে গ্রহণ করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে রুমেল পলাতক ছিলেন। তিনি প্রথমে দুবাই, পরে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। সেখানে আটক হয়ে তিন মাস কারাভোগের পর মার্কিন কর্তৃপক্ষ তাকে বাংলাদেশে ফেরত পাঠায়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী ও ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, আজম পাশা চৌধুরী রুমেল ২০১৩ সালে শিবিরের চার কর্মী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেফতারের জন্যই পুলিশ ঢাকায় যায়। বর্তমানে তিনি কোম্পানীগঞ্জ থানায় রিমান্ডে রয়েছেন।

শেয়ার করুন