৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৬:২২:২৩ অপরাহ্ন


চতুর্থ রেমিট্যান্স ফেয়ার ১৯ এপ্রিল থেকে শুরু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৭-০৪-২০২৫
চতুর্থ রেমিট্যান্স ফেয়ার ১৯ এপ্রিল থেকে শুরু প্রতীকী ছবি


নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আগামী ১৯ ও ২০ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ রেমিট্যান্স ফেয়ার। এই দুই দিনব্যাপী আয়োজিত মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি ১৮ এপ্রিল নিউইয়র্কে পৌঁছাবেন এবং ফেয়ারের প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।

বাংলাদেশ-ইউএসএ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিইউসিসিআই) এবং ইউএসএ-বাংলা বিজনেস লিংক-এর যৌথ আয়োজনে এই রেমিট্যান্স ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে। সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। প্রবাসীদের বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। আয়োজক কমিটির অন্যতম সদস্য বিশ্বজিত সাহা জানান, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা রেমিট্যান্সের ধারাবাহিকতা ও গতি বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ফেয়ারটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কের বাংলাদেশিদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট ও পার্টি হলে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা। প্রবেশ থাকবে উন্মুক্ত এবং টিকিটবিহীন।

মেলায় অংশগ্রহণ করবে দেশি-বিদেশি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, মানি ট্রান্সফার অপারেটর, রেমিট্যান্স অ্যাপ ডেভেলপার, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী, অফশোর ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ও প্রবাসী ক্ষুদ্র উদ্যোক্তারা। থাকবে মানি এক্সচেঞ্জ সংক্রান্ত সেমিনার, সিম্পোজিয়াম, প্রশ্নোত্তর পর্ব, নেটওয়ার্কিং ডিনার ও রেমিট্যান্স ফেয়ার ও অফশোর ব্যাংকিং নিয়ে একটি বিশেষ প্রকাশনা।

মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান, পরিচালক মনোয়ার উদ্দীন আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস-এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন, পূবালী ব্যাংকের চেয়ারম্যান মনজুরুর রহমান, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আজিজ, এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান, মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতি উল হাসান, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, এবং এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান। এছাড়া বাংলাদেশ ও আমেরিকার বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

শেয়ার করুন