১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০১:৪৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


রূপসী চাঁদপুর ফাউন্ডেশন : সভাপতি বিপ্লব, সম্পাদক সোহেল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-১২-২০২৫
রূপসী চাঁদপুর ফাউন্ডেশন : সভাপতি বিপ্লব, সম্পাদক সোহেল নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের কার্যকরি পরিষদের (২০২৬-২৭) সভাপতি পদে নির্বাচন কমিশন কর্তৃক মনোনীত হয়েছেন সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী বিপ্লব সাহা রাজু ও সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন হাসান মাহমুদ সোহেল।

গত ২৪ নভেম্বর রাতে জ্যাকসন হ্ইাটসের নবান্ন পার্টি হলে প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সভাপতি হারুন রশীদ ভুইয়া, নির্বাচন কমিশনার ও সাবেক সভাপতি মামুন মিয়াজী ও সংগঠনের প্রবীণ সদস্য মোবারক হোসেনের সমন্বয়ে গঠিত ৩ সদস্যের নির্বাচন কমিশন সংখ্যাগরিষ্ঠের (২-১) মতামতের ভিত্তিতে তাদের সিদ্ধান্ত ঘোষণা করেন। তবে সভাপতি পদে অন্যতম প্রার্থী এ সিদ্ধান্তে আপত্তি জানিয়ে সদস্যদের ভোটে নির্বাচন দাবি করেছেন । এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার হারুন ভুইয়া জানিয়েছেন সংগঠনের বৃহত্তর স্বার্থে একটি সমঝোতার উদ্যোগ প্রহণ করা হচ্ছে। কার্যকরি কমিটির অপর সদস্যেদর পরবর্তীতে সংযুক্ত করা হবে বলে জানানো হয়।

শেয়ার করুন