১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ০৪:৪২:২২ পূর্বাহ্ন


বাংলাদেশের পাসপোর্টে আবারও একসেপ্ট ইসরায়েল
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৬-০৪-২০২৫
বাংলাদেশের পাসপোর্টে আবারও একসেপ্ট ইসরায়েল বাংলাদেশি পাসপোর্ট


বাংলাদেশের পাসপোর্ট এ পুনরায় সংযোজিত হচ্ছে ‘একসেপ্ট ইসরায়েল’। বিগত স্বৈরাচারী আমলে ‘একসেপ্ট ইসরায়েল’ তুলে দিয়েছিল তৎকালীন সরকারের নীতিনির্ধারকরা। অন্তর্বর্তী সরকার দাবি মুখে সেটা আবার পুনর্বহাল করলো। জানা গেছে, পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালককে দেওয়া চিঠিতে পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

গত ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন-৪ শাখার উপসচিব নীলিমা আফরোজের সই করা একটি চিঠি থেকে এ তথ্য জানা যায়। জানা গেছে, ওই চিঠিতে পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালককে দেওয়া এই চিঠিতে পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকতো, এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত। তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ২০২০ সালে দেশে নতুন ই-পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা বাদ দেয়। তখন এই বিষয়ে কোনো ঘোষণাও দেওয়া হয়নি। এ ব্যাপারে সরকার বেশ লুকোচুরির আশ্রয় নিলেও ক্লিয়ার কোনো ব্যাখ্যা কেউ দেয়নি। 

২০২১ সালের ২২ মে জেরুসালেম পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে লেখা হয়, ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে বাংলাদেশ। এরপর ২৩ মে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেন, বিষয়টি শোনার পর আমি আজ স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করি। ওনার কাছে জেনেছি, ছয় মাস আগে নতুন পাসপোর্ট ইস্যুর পর ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ একসেপ্ট ইসরায়েল’ থেকে ‘একসেপ্ট ইসরায়েল’ অংশটি বাদ গেছে। এই পরিবর্তন করা হয়েছে পাসপোর্টের আন্তর্জাতিক মানের স্বার্থে। তিনি বলেছিলেন, নতুন পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত (বীপবঢ়ঃ ওংৎধবষ)’ না লেখার অর্থ এই না যে বাংলাদেশ তার অবস্থা পরিবর্তন করেছে। বাংলাদেশ এখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয় না। কিন্তু ওই বিষয় নিয়ে সাধারন মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।

শেয়ার করুন