১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ০২:৩৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


নারীবিদ্বেষী গোষ্ঠী নির্যাতন ও সহিংসতা চালিয়ে যাচ্ছেন
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৫-০৩-২০২৫
নারীবিদ্বেষী গোষ্ঠী নির্যাতন ও সহিংসতা চালিয়ে যাচ্ছেন


চারণ সাংস্কৃতিক কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সভাপতি নিখিল দাস ও সাধারণ সম্পাদক জাকির হোসেন গত ৩ মার্চ ২০২৫ সংবাদপত্রে দেওয়া এক যুক্ত বিবৃতিতে মোহাম্মদপুরে নারী লাঞ্ছনার ঘটনায় জড়িত সকল অপরাধীকে গ্রেফতার ও শাস্তি দাবি জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দুই জন নারীর একটি টঙ দোকানে বসে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে একটি চিহ্নিত উগ্রবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে মব তৈরি করে তাদের লাঞ্ছিত করে। এটি একটি ফৌজদারি অপরাধ। অথচ স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে অপরাধীদের বিরুদ্ধে কোন কথা নেই। এতে অপরাধীরা উৎসাহিত হবে। তিনি ওপেন স্পেসে সিগারেট না খাওয়ার কথা বলেছেন। কিন্তু সিগারেট খাওয়া সংক্রান্ত আইনে টঙ দোকান ওপেন স্পেসের মধ্যে পড়ে না, তিনি হয়তো আইনটি পড়ে দেখেননি।

বিবৃতিতে নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, একটি চিহ্নিত উগ্র সাম্প্রদায়িক নারীবিদ্বেষী গোষ্ঠী ক্রমাগত নারীদের উপর নির্যাতন ও সহিংসতা চালিয়ে যাচ্ছেন। আমরা ৫ আগস্টের পর কক্সবাজার সমুদ্র সৈকতে নারীদের নির্যাতন করতে দেখেছি। শুধু তাই নয়, এই গোষ্ঠী নারীদের খেলা বন্ধ করা, সাংস্কৃতিক আয়োজন বন্ধ করা, মাজার আক্রমণসহ বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে। অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা সরকার এ সকল অপরাধ বন্ধে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণে চরম ব্যর্থ হয়েছে শুধু নয় উপরন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো মন্তব্য করেছেন, যা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। বিবৃতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সরে যাওয়া উচিত।

বিবৃতিতে নেতৃবৃন্দ নারী লাঞ্ছনাসহ সকল মব সন্ত্রাসের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

শেয়ার করুন