১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ৬:৫৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


জ্যাকসন হাইটসের একুশ উদযাপন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-০২-২০২৫
জ্যাকসন হাইটসের একুশ উদযাপন ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের পুষ্পমাল্য অর্পণ


ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের সভাপতি দুলাল বেহেদু ও কার্যকরি পরিষদের সার্বিক তত্ত্বাবধানে এবং জেবিবিএর প্রেসিডেন্ট গিয়াস আহমেদ এবং জ্যাকসন হাইটস সম্মিলিত একুশ উদযাপন পরিষদের উদ্যোগে মহান একুশে উদযাপন করা হয়েছে গত ২০ ফেব্রুয়ারি মধ্যরাতে। জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ভাষাশহিদের স্মরণে অস্থায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ। প্রচণ্ড শীত ও তুষারপাতের মধ্যেই ভাষাশহিদদের আত্মার প্রতি সম্মান জানাতে উপস্থিত হয়েছিলেন প্রবাসীরা।

এ আয়োজনে সহায়তাকারী ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট দুলাল বেহেদু, জেবিবিএর সভাপতি গিয়াস আহমেদ ও জ্যাকসন হাইটস বাংলাদেশ ক্লাবের রোমিও রহমান আগত সবাইকে এ আয়োজনে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান।

এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও জেবিবিএর প্রেসিডেন্ট গিয়াস আহমেদ। অন্যদের মধ্যে বিভিন্ন সংগঠনের মধ্যে অন্যতম ছিল ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ও দোহার উপজেলা সমিতি। এছাড়াও সাধারণ প্রবাসীরা পুষ্পমাল্য অর্পণ করেন। প্রতি বছরই খোলা আকাশের নিচে অস্থায়ী শহিদ মিনার তৈরি করা হয় এবং এটি বাংলাদেশি ছাড়াও ভিন দেশিদের দৃষ্টি কাড়ে।

রাত ১২:০১ মিনিটে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের সময় সবার কণ্ঠে ছিল ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’।

শেয়ার করুন