৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৬:৫২:৫৪ অপরাহ্ন


চমৎকার আয়োজনে ঢাবির সম্মিলিত একুশ উদযাপন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-০২-২০২৫
চমৎকার আয়োজনে ঢাবির সম্মিলিত একুশ উদযাপন ঢাবির একুশের অনুষ্ঠানে উপস্থিতির একাংশ


প্রবাসে সম্মিলিতভাবে যে কয়টি সংগঠন একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অন্যতম। দীর্ঘদিন ধরেই তারা সব বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং প্রবাসের বিভিন্ন সংগঠনকে নিয়ে এই দিবসটি পালন করে আসছে। বলার অপেক্ষা রাখেন না প্রবাসে যে কয়টি আয়োজন তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজন অনবদ্য, সুন্দর, পরিচ্ছন্ন এবং হৃদয়গ্রাহী। পুরো অনুষ্ঠান থাকে ছবির মতো সাজানো। যে কারণে সবার দৃষ্টি কাড়ে এ অনুষ্ঠান।

প্রবাসে বাংলা ভাষার প্রসার এবং ভাষাশহিদদের স্মরণে সম্মিলিতভাবে শতাধিক সংগঠনের সমন্বয়ে সম্মিলিত আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উদযাপন কমিটির সার্বিক তত্ত্বাবধানে নিউইয়র্ক সিটির উডসাইডস্থ কুইন্স প্যালেসে উদ্যাপিত হয় মহান একুশে। গত ২০ ফেব্রুয়ারি বিকাল থেকে শুরু হওয়া নানান কর্মসূচি শেষ হয় একুশের প্রথম প্রহরে ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারের আদলে নির্মিত অস্থায়ী শহিদ বেদিতে ভাষাশহিদদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে। অনুষ্ঠানমালায় ছিল আলোচনা, স্মৃতিচারণ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক পরিবেশনা প্রভৃতি। অনুষ্ঠানের উদ্বোধন করেন কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাসার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত একুশ উদ্যাপন কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনকের সভাপতি এম এস আলম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক সভাপতি মোহাম্মদ হোসেন খান, স্বপন বড়ুয়া, তাজু মিয়া, মোল্লা মনিরুজ্জামান, এ কে আজাদ তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ ইনস্টিটিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা), বহ্নিশিখা সংগীত নিকেতন, অনুপ দাশ ড্যান্স গ্রুপ (আড্ডা), রবীন্দ্র একাডেমি, নীলা ড্যান্স একাডেমি, অন্তরা সাহা ড্যান্স গ্রুপের শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবশেষ করেন। এছাড়াও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা দেশের গান, ভাষার গান পরিবেশন করেন। শিল্পীদের পরিবেশনা উপস্থিত শত শত দর্শক-শ্রোতাকে মুগ্ধ করে। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শারমিন রেজা ইভা, সাবিনা সারমিন।

রাত ১২টা ১ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একুশের অনুষ্ঠানে পুষ্পমাল্য অর্পণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইন্ক, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ইডেন কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, নরসিংদী সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড, নিউইয়র্ক বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাব, আর্টিস্ট ফোরাম, বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা), উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র, বহ্নিশিখা সংগীত নিকেতন, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা), অনুপ দাশ ড্যান্স একাডেমি (আড্ডা), শিল্পকলা একাডেমি ইউএসএ ইন্ক, রবীন্দ্র একাডেমি, নীলা ড্যান্স একাডেমি, নিউইয়র্ক সিটি বাংলাদেশি সিভিল সার্ভিস সোসাইটি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নিউইয়র্ক চ্যাপ্টার, আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট নিউইয়র্ক, প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি ইউএসএ, প্রবাসী শরীয়তপুর সমিতি ইউএসএ ইন্ক, প্রবাসী বেঙ্গলি ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন, কিশোরগঞ্জ ডিস্ট্রিক অ্যাসোসেয়িশন, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, গাইবান্ধা সোসাইটি অব ইউএসএ ইন্ক, বাংলাদেশ ল’ অ্যাসোসিয়েশন, সবিতা মাদার অ্যান্ড চিলড্রেন ফাউন্ডেশন, গাজীপুর জেলা সমিতি, নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইন্ক, গাইবান্ধা সোসাইটি অব আমেরিকা, মৈত্রী ফাউন্ডেশন, মিরসরাই অ্যাসোসিয়েশন ইউএসএ ইন্ক, বাংলাদেশ বেদান্ত সোসাইটি, নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইন্ক, নোলক, শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ, বাংলাদেশ লীগ অব আমেরিকা, ইউনাইডেট হিন্দুস অব ইউএসএ ও গোপালগঞ্জ ফাউন্ডেশন আমেরিকা প্রমুখ।

শেয়ার করুন