১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ০৪:৪৪:৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


দেউলিয়া হচ্ছে মার্কিন কসমেটিকস জায়ান্ট রেভলন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৩-০৬-২০২২
দেউলিয়া হচ্ছে মার্কিন কসমেটিকস জায়ান্ট রেভলন দেউলিয়া হচ্ছে মার্কিন কসমেটিকস জায়ান্ট রেভলন


মার্কিন কসমেটিকস জায়ান্ট রেভলন দেউলিয়া ঘোষিত হওয়ার জন্য আবেদন করেছে। কয়েক বছর ধরে অনলাইনে বিক্রি ও সাপ্লাই চেইনে জটিলতায় ভুগতে থাকায় প্রতিদ্ব›দ্বীদের সঙ্গে পিছিয়ে পড়ার পর কোম্পানিটি এই আবেদন করলো। গত ১৫ জুন আদালতে দাখিল করা নথিতে ঋণ ব্যবস্থাপনার জন্য চ্যাপ্টার ১১-এর প্রক্রিয়া অনুসরণ শুরু করলো। কোম্পানির দাবি অনুসারে, তাদের ঋণের পরিমাণ ১০০ কোটি থেকে ১ হাজার কোটি ডলার মধ্যে। নিজেদের নেইল পোলিশ ও লিপস্টিকের জন্য রেভলন সুপরিচিত। বছরের প্রথমার্ধে কোম্পানি ৩৩০ কোটি ডলার দীর্ঘমেয়াদি দেনার কথা উল্লেখ করেছিল। এক বিবৃতিতে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডেবরা পেরেলম্যান বলেন, আজকের এই দাখিলের পলে রেভলন তার ভোক্তাদের সেই সব পণ্য দিতে পারবে যা গত কয়েক দশক ধরে সরবরাহ করে আসছি। একইসঙ্গে আমাদের ভবিষ্যত প্রবৃদ্ধির স্পষ্ট পথ দেখাবে।

যুক্তরাষ্ট্রের চ্যাপ্টার ১১ দেউলিয়াত্ব পুনর্গঠনের প্রক্রিয়া হিসেবে পরিচিত। এর আওতায় কোম্পানিগুলো ঋণদাতাদের কাছ থেকে সুরতি থেকে নিজেদের পুনর্গঠন এবং কার্যক্রম পরিচালনা করতে পারে। কোম্পানিটি বলেছে, আদালতে কোম্পানিটির দেউলিয়াত্ব অনুমোদন পেলে ঋণদাতাদের কাছ থেকে ৫৭ কোটি ৫০ লাখ ডলার পাওয়ার প্রত্যাশা রয়েছে। ধনকুবের বিনিয়োগকারী রোনাল্ড পেরেলম্যানের মালিকানাধীন ও তার মেয়ে ডেবরা পেরেলম্যানের পরিচালনাধীন রেভলন জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৬ কোটি ৭০ ডলার লোকসানের তথ্য জানিয়েছে। কোম্পানিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের মধ্যে রয়েছে এলিজাবেথ আর্ডেন, আলমায় ও ব্রিটনি স্পেয়ার্সের মতো তারকারা। বিশ্বের ১৫০টির বেশি দেশে রেভলনের কার্যক্রম রয়েছে।

শেয়ার করুন