বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্কের এক গুরুত্বপূর্ণ সাধারণ সভা গত ৯ ফেব্রুয়ারি ব্রঙ্কসের নিরব রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। প্রতিকূল পরিস্থিতিতে তুষারঝড়, বৃষ্টি, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও অনেকেই সভায় যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সামাদ মিয়া জাকারিয়া এবং সাধারণ সম্পাদকের মো. ইমরান আলী টিপুর নেতৃত্বে সোসাইটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। সোসাইটির বিগত দুই বছরের কার্যক্রম ও আয়-ব্যয়ের হিসাবের কপি উপস্থিত সব সদস্যের কাছে বিতরণ করা হয়।
সভায় জানানো হয় যে, বর্তমান কমিটি গত দুই বছরে সোসাইটির জন্য মোট ৫০ হাজার ৫৮১ মার্কিন ডলার সংগ্রহ করেছে, যা বিভিন্ন অনুষ্ঠান ও কল্যাণমূলক কাজে ব্যয় করা হয়েছে। বিশেষ করে, ২০২৪ সালে বাংলাদেশের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আর্থিক সহায়তা প্রদানে সংগঠনটি মানবিক সহায়তার দৃষ্টান্ত স্থাপন করেছে। সভায় পঠিত প্রতিবেদনটি সাধারণ সভার উপস্থিত সদস্যরা প্রশংসাসূচক মন্তব্য করেন এবং বর্তমান কমিটির কার্যক্রমকে অভিনন্দিত করেন এবং সব কার্যক্রম ও উপস্থাপিত হিসাব অনুমোদন করেন। সাধারণ সভায় উপস্থিত উপদেষ্টা আবু কায়ছার চিশতি এবং হাসান আলী বর্তমান কমিটির সাফল্যে সন্তুষ্ট হয়ে কমিটির মেয়াদ আরো দুই বছর বৃদ্ধির প্রস্তাব উত্থাপন করেন। এতে প্রচার সম্পাদক মছনুর রহমান গঠনতন্ত্রের কথা উল্লেখ করে দুই বারের বেশি কোনো কমিটি বহাল থাকা যাবে না বলে স্মরণ করিয়ে দেন। উপদেষ্টারা তখন মন্তব্য করেন সাধারণ সভায় যে সিদ্ধান্ত গৃহীত হয়, তা-ই গঠনতন্ত্র হিসেবে বিবেচিত। এ পর্যায়ে সভাপতি সামাদ মিয়া জাকারিয়া সংগঠনের স্বচ্ছতা ধরে রাখার জন্য এবং গঠনতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে একটি নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব পেশ করেন। তিনি উপস্থিত সবাইকে আগামী কমিটি গঠনের জন্য প্রস্তুতি নিতে আহ্বান জানান।
সাধারণ সভায় সোসাইটির উপদেষ্টা, কার্যনির্বাহী কমিটির সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন। তাদের মধ্যে ছিলেন- প্রধান উপদেষ্টা আব্দুর রব মিয়া দলা মিয়া, উপদেষ্টা হাসান আলী, মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতি, সহ-সভাপতি প্রফেসর আমিনুল হক চুন্নু কোষাধ্যক্ষ মো. বশির মিয়া, প্রচার সম্পাদক মসনুর রহমান, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক আবু সাঈদ এস চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, সাদস্যিক সম্পাদক রুবেজ সিদ্দিক, কার্যনির্বাহী সদস্য আবেদ হোসেন মোল্লা ও মো. মাসুদ বেগ, সাধারণ সদস্য মোহাম্মদ বখতিয়ার খোকন।
সভায় উপস্থিত সদস্যরা বাংলাদেশ সোসাইটির ভবিষ্যৎ কর্মকৌশল ও উন্নয়নমূলক পরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন। পরে সভাপতি সামাদ মিয়া জাকারিয়া সমাপনী বক্তব্য প্রদান করেন। যেখানে তিনি সোসাইটির অগ্রগতির জন্য সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন এবং ভবিষ্যতে আরো উন্নয়নমূলক কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।