৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:১৪:১৯ পূর্বাহ্ন


নিউইয়র্কে বার্ড ফ্লু আতঙ্কে লাইভ পোলট্রি বন্ধের নির্দেশ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১২-০২-২০২৫
নিউইয়র্কে বার্ড ফ্লু আতঙ্কে লাইভ পোলট্রি বন্ধের নির্দেশ লাইভ পোলট্রি বাজার


নিউইয়র্ক সিটির ব্রঙ্কস, ব্রুকলিন ও কুইন্স এলাকায় সাম্প্রতিক পরিদর্শনের সময় সাতটি বার্ড ফ্লু (পাখির ইনফ্লুয়েঞ্জা) সংক্রমণ শনাক্ত হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গভর্নর ক্যাথি হোকুল এক সপ্তাহের জন্য সমস্ত লাইভ পোলট্রি বাজার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ নিউইয়র্ক সিটির পাশাপাশি ওয়েস্টচেস্টার, নাসাউ এবং সাফোক কাউন্টিতেও প্রযোজ্য হবে। সংক্রমণ ধরা পড়া দোকানগুলো সঙ্গে সঙ্গেই বন্ধ করা হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি শুক্রবার পরিদর্শনের পর এসব বাজার পুনরায় খোলার অনুমতি পাবে।

গভর্নর হোকুল বলেন, যেকোনো সম্ভাব্য সংক্রমণ রোধে এবং নিউইয়র্কবাসীর সুরক্ষা নিশ্চিত করতে এটি একটি সাধারণ সতর্কতামূলক পদক্ষেপ। মানুষকে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। এটা তাৎক্ষণিক জনস্বাস্থ্যের জন্য হুমকি নয়।

নিউইয়র্ক স্টেট স্বাস্থ্য কমিশনার ড. জেমস ম্যাকডোনাল্ড জানিয়েছেন, এখন পর্যন্ত নিউইয়র্কে পাখির ইনফ্লুয়েঞ্জার কোনো মানবিক সংক্রমণ শনাক্ত হয়নি। যারা সংক্রমিত পাখি বা পশুর সংস্পর্শে আসেন, তাদের সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি। তবে সামগ্রিকভাবে এই রোগ মানুষের মধ্যে সহজে ছড়ায় না। নিউইয়র্ক সিটির স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত কমিশনার মিশেল মরস বলেন, এই মুহূর্তে নিউইয়র্কবাসীর জন্য বার্ড ফ্লুর ঝুঁকি খুবই কম। পাখির ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তখনই বড় হুমকি হয়ে দাঁড়ায়, যখন এটি মানুষের মধ্যে সংক্রমণ ঘটাতে সক্ষম হয়। তবে এমনটি এখনও দেখা যায়নি।

সাম্প্রতিক সময়ে নিউইয়র্কের সাফোক কাউন্টিতে এক খামারে ১ লাখ হাঁস পাখির সংক্রমণ ধরা পড়ায় তাদের পুরো ঝাঁক নিধন করা হয়েছে। এ জাতীয় সংক্রমণের ফলে ডিম ও মাংসের দাম বৃদ্ধি পেয়েছে। কর্নেল ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা জানিয়েছেন, একটি সংক্রমিত পাখির দল পুনরায় উৎপাদনে আসতে ৬ থেকে ৯ মাস সময় লাগে। ফলে ডিমের দাম কমতে সময় লাগতে পারে।

কুইন্স চিড়িয়াখানায় তিনটি হাঁস এবং ব্রঙ্কস চিড়িয়াখানায় নয়টি বন্য পাখি ও তিনটি সংরক্ষিত হাঁস বার্ড ফ্লুতে মারা গেছে বলে জানা গেছে। এ কারণে ঝুঁকিপূর্ণ পাখি প্রজাতিগুলোকে সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নিউইয়র্ক স্বাস্থ্য দপ্তর সকলকে মৃত বা অসুস্থ পাখির সংস্পর্শ এড়ানোর পরামর্শ দিয়েছে। একই সঙ্গে বাড়িতে হাঁস-মুরগি পালনকারীদের জন্য বার্ড ফ্লুর লক্ষণ সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে।

গভর্নর হোকুল বলেন, আমরা নিউইয়র্কবাসীর নিরাপত্তার বিষয়ে অগ্রাধিকার দিচ্ছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের সাধ্যমত চেষ্টা করছি। এই পদক্ষেপগুলো শুধুমাত্র সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার জন্যই নেওয়া হয়েছে। বার্ড ফ্লু সংক্রান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সুরক্ষামূলক ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানান গভর্নর।

শেয়ার করুন