৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৮:৫৮:৫০ পূর্বাহ্ন


কাপাসিয়ায় প্রবাসী শেখ শাহজাহানের সেবাপ্রকল্প
দেশ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৬-০১-২০২৫
কাপাসিয়ায় প্রবাসী শেখ শাহজাহানের সেবাপ্রকল্প কাপাসিয়া প্রেস ক্লাবে কথা বলছেন শেখ শাহজাহান


নিজ এলাকার শিক্ষা ও সুচিকিৎসা বঞ্চিত অসহায় হতদরিদ্র মানুষের কল্যাণের স্বপ্ন পূরণের অভিপ্রায়ে নিউইয়র্কে বসবাসরত শেখ শাহজাহান সম্প্রতি গাজীপুর জেলার কাপাসিয়ায় গিয়েছিলেন। সেখানে তিনি মায়ের নামে প্রতিষ্ঠিত ‘ফজিলা আলী ফাউন্ডেশন’-এর ব্যানারে সেবামূলক কাজ শুরু করছেন বেশ ক’বছর আগে থেকেই। অলাভজনক সেবামূলক এই সংগঠনের নিজস্ব ভবন নির্মাণ এবং শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-এতিমখানা ও হাসপাতাল নির্মাণের জন্যে কিছু জমি নির্ধারণ করেছেন এবং সেই জমির দলিলও ওই সংস্থার নামে করেছেন। মাসব্যাপী সফর শেষে নিউইয়র্কে ফিরে ব্রঙ্কস কমিউনিটি বোর্ডে অভিবাসী বিষয়ক কমিটির চেয়ারম্যান এবং ডেমোক্রেটিক পার্টির তৃণমূলের সংগঠক শেখ শাহজাহান ১১ জানুয়ারি এ সংবাদদাতাকে জানান, কাপাসিয়া উপজেলা সদরের ইউনিয়নের কান্দানিয়া গ্রামে আমার পৈতৃক বাড়ি। সেটিকে ঘিরেই আর্তমানবতার প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

মৃদুভাষী শেখ শাহজাহান বলেন, যুক্তরাষ্ট্রে বসতি গড়ার আগে কাপাসিয়া ডিগ্রি কলেজ ছাত্রসংসদের জিএস নির্বাচিত হয়েছিলাম। সেই সুবাদে এলাকার মানুষের কাছে কিছু অঙ্গীকার ছিল। দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতায় এখোন সেই অঙ্গীকারগুলো পূরণের চেষ্টা করছি। বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও এলাকায় গিয়ে প্রত্যাশিত নেতৃত্ব (এমপি অথবা উপজেলা চেয়ারম্যান) পাওয়া ততটা সহজ হবে না। কারণ আন্দোলন-সংগ্রামে যারা সব সময় এলাকার মানুষের পাশে রয়েছেন, তাদের বাদ দিয়ে আমার মতো প্রবাসীকে মনোনয়ন প্রদানের প্রত্যাশা কখনোই পূরণ হওয়ার নয়। তাই বলে কি থেমে থাকবো? শেখ শাহজাহান বলেন, পদ-পদবি ছাড়াই প্রবাসে অর্জিত অর্থে মানুষের মৌলিক সমস্যাগুলো পূরণের মধ্য দিয়ে আমি তৃপ্ত হতে চাই। এক্ষেত্রে আমার দুই পুত্র এবং স্ত্রীও পাশে থাকার অঙ্গীকার করেছেন।

গাজীপুর জেলার কাপাসিয়া প্রেসক্লাবেও তিনি ৩ জানুয়ারি গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিজের অভিপ্রায় নিয়ে খোলামেলা কথা বলেছেন। মাতৃভূমির কল্যাণে নিজের অভিপ্রায় পূরণে গণমাধ্যমের আন্তরিক সহায়তার বিকল্প নেই বলে সে সময় উল্লেখ করেছেন শেখ শাহজাহান। শুধু তাই নয়, বাংলাদেশ জাতীয় সংসদে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করা, প্রবাসে থেকেই ভোট প্রদানের ব্যবস্থা, নিউইয়র্ক কনস্যুলেট থেকে এনআইডি কার্ড ইস্যু, নিউইয়র্ক-ঢাকা সরাসরি বিমানের ফ্লাইট চালু, অসহায় প্রবাসীর লাশ সরকারি খরচে প্রিয়জনের কাছে পরিবহনের দাবিসহ বেশ কিছু দাবিও উপস্থাপন করেছেন শেখ শাহজাহান।

শেয়ার করুন