৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৭:৪২:১৪ অপরাহ্ন


মোদির বক্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য : সিপিবি
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৮-১২-২০২৪
মোদির বক্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য : সিপিবি


বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স গত ১৭ ডিসেম্বর, ২০২৪ এক বিবৃতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে, বাংলাদেশের বিজয় দিবস নিয়ে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামাজিক গণমাধ্যমে প্রদত্ত বক্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং ভিত্তিহীন। আমরা সিপিবি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

বিবৃতিতে সিপিবি নেতৃবৃন্দ বলেন, ১৬ই ডিসেম্বর ১৯৭১, মুক্তিযুদ্ধের মহান বিজয়ের দিবস। দেশের সাধারণ মানুষের অংশগ্রহণে এই যুদ্ধ জনযুদ্ধে রূপান্তরিত হয়েছিল। ২০০ বছরের ব্রিটিশবিরোধী সংগ্রাম ও ২৪ বছরের স্বৈরাচারী, অগণতান্ত্রিক ও সাম্প্রদায়িক পাকিস্তানি শাসনের বিরুদ্ধে সংগ্রামের এক পর্যায়ে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে এ বিজয় ছিনিয়ে আনা হয়েছে। এ বিজয় কারো দয়া দাক্ষিণ্যে প্রাপ্ত নয়, বরং আমাদের দেশের গণমানুষের গণযুদ্ধের বিজয়। মহান মুক্তিযুদ্ধে ভারতের মিত্র বাহিনী এই যুদ্ধে বিশেষ ভূমিকা পালন করেছিল, যা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। একই সাথে তৎকালীন সোভিয়েত ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশ যারা সহায়তা করেছিল তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।

বিবৃতিতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার বক্তব্য প্রত্যাহার এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারকে তার প্রতিবাদ ভারত সরকারকে জানানোরও আহ্বান জানানো হয়।

শেয়ার করুন