১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৬:০৩:১৮ পূর্বাহ্ন


চট্টগ্রাম সমিতি
তাহের-আরিফের কাছে দায়িত্ব হস্তান্তর
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-১২-২০২৪
তাহের-আরিফের কাছে দায়িত্ব হস্তান্তর বক্তব্য রাখছেন সভাপতি আবু তাহের


চট্টগ্রাম সমিতির নতুন নির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিক দাফতরিক দায়িত্ব হস্তান্তর গত ২ ডিসেম্বও সোমবার। ব্রুকলিনের চট্টগ্রাম সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর করেছেন অন্তর্বর্তীকালীন কমিটি। সুদীর্ঘ প্রায় ১৯ মাস দায়িত্ব পালন শেষে অনন্তর্র্বর্তীকালীন কমিটির যাবতীয় বিষয় নতুন কমিটির কর্মকর্তাদের কাছে হস্তাান্তর করা হয়। ‘চট্টগ্রাম ভবন’ এবং সংশ্লিষ্ট বিষয়াদি এই সময় আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়। এখানে উল্লেখ থাকে যে ইতিপূর্বে কতিপয় ব্যক্তি সম্পূর্ণ অবৈধভাবে চট্টগ্রাম ভবনে অনুপ্রবেশ করে চট্টগ্রামবাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালায়। সোমবারের আনুষ্ঠানিকতায় চট্টগ্রাম সমিতির সদস্যদের উপস্থিতিতে ভবনে প্রবেশ করেন নবনির্বাচিত কর্মকর্তাসহ-সাবেক নেতৃস্থানীয় সদস্যরা ।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আবু তাহের। অন্তর্বর্তীকালীন কমিটির কাছ থেকে আনুষ্ঠানিক দায়িত্ব বুঝে নেওয়ার পরপরই প্রথম সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, চট্টগ্রামের কৃতীসন্তান মাওলানা আনসারুল হক আজাহারির পবিত্র কোরআন এবং হাদিসের ব্যাখ্যায় প্রাণবন্ত ছিল মিলাদ এবং দোয়া মাহফিল। সুন্দর এবং সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া আদায় করা হয়। একই সঙ্গে অসুস্থ হয়ে পড়া মোহাম্মদ আবু তাহেরের আরোগ্য লাভ করায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে ধন্যবাদ জানানো হয় অন্তর্বর্তীকালীন কমিটির সদস্যদের প্রতি এবং নির্বাচন কমিশনের প্রতি। দোয়া মাহফিল এবং মিলাদ মাহফিলে চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলের পর সবার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম এবং ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু তাহের।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহিম, ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান, দুইবারের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ, সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, সাবেক সভাপতি মুনির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, ট্রাস্টি বোর্ডের সদস্য মোঃ শাহজাহান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খোকন কে চৌধুরী, সাবেক অর্থ সম্পাদক মতিউর চোধুরী, সাবেক কার্যকরি কমিটির সাবেক সদস্য কামাল হোসেন মিঠু, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ চৌধুরী, সৈয়্যদ এম হোসেন বাবর, হাজী টি আলম, শওকত হোসেন স্বজন, শফিকুল আলম, ফরিদ আহমেদ, আবুল কালাম, জাবের শাফি, মোহাম্মদ নুরুল আমিন, ইমরুল কায়সার, মোহাম্মদ ইসা, নওশাদ কামাল, মো. আজিম সম্রাট, কাউচার চোধুরী, মেজবা আহমেদ, নূর মহম্মদ সওদাগর, মহম্মদ মানু, অ্যাডভোকেট আব্দুল হামিদ, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ এনাম চৌধুরী, এমডি হাবিবুল আলম, মুহম্মদ তারেক, মোহাম্মদ তানিম মহসিন, অজয় প্রসাদ তালুকদার, পল্লব রায় প্রমুখ। 

শেয়ার করুন