১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৫:২১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


নিউইয়র্কে তৌহিদ হোসেন ও এস জয়শঙ্করের মধ্যে বৈঠক
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ২৪-০৯-২০২৪
নিউইয়র্কে তৌহিদ হোসেন ও এস জয়শঙ্করের মধ্যে  বৈঠক


বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড.এস জয়শঙ্করের সঙ্গে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিউইয়র্কে বৈঠক করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। বাসস।


বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) জানিয়েছে, ‘সোমবার নিউইয়র্কে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন (ইউএনজিএ)-র ফাঁকে তারা বৈঠক করেন।’জয়শঙ্কর বৈঠকের পরে তার এক্স হ্যান্ডেলে বলেন, ‘আজ সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে একটি বৈঠক হয়েছে। বৈঠকে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর আলোকপাত করা হয়েছে।’  


পররাষ্ট্র উপদেষ্টা ৭৯তম ইউএনজিএ-তে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ
প্রতিনিধিদলে রয়েছেন।

শেয়ার করুন