৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০২:৫০:৫০ অপরাহ্ন


এটিভি’র পোর্টাল ও অ্যাপস উদ্বোধন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-১২-২০২৪
এটিভি’র পোর্টাল ও অ্যাপস উদ্বোধন অ্যাপস উদ্বোধন করছেন কন্সাল জেনারেল নাজমুল হুদা


‘বিশ্বজুড়ে বাঙ্গালিয়ানা’ এই স্লোগানকে সামনে রেখে পথচলা শুরু হয়েছে এটিভি ইউএসএ’র। বর্তমানে পরীক্ষামূলকভাবে চলছে। টেলিভিশনের যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরুর আগে এর পোর্টালের উদ্বোধন করা হয়েছে। জ্যামাইকায় আশা পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কমিউনিটির গুণিজনদের উপস্থিতিতে বৈচিত্র্যময় আয়োজনে নতুন পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশর কনসাল জেনারেল নাজমুল হুদা। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশা গ্রুপ ও এটিভি ইউএ’র প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান এবং চেয়ারম্যান এশা রহমান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এটিভি ইউএসএ’র স্টেশন হেড শামীম আল আমিন। পোর্টালের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি নাজমুল হুদা। প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হুদা বলেন, এটিভি ইউএসএ কমিউনিটি বিনির্মাণে কাজ করবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরবে।

প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান বলেন, নানা ধরনের বৈচিত্র্যময় অনুষ্ঠানে সবাইকে বিনোদিত করার পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রন্তের নিউজ থাকবে এটিভি ইউএসএ’তে। চেয়ারম্যান এশা রহমান এটিভি ইউএসএ’র পাশে থাকার জন্য সবার কাছে অনুরোধ জানান।

প্রতিষ্ঠানের সাফল্য প্রত্যাশায় অতিথিরা কেক কাটেন। এই সময় প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে বক্তব্য রাখেন সাপ্তাহিক সাদাকালোর নির্বাহী সম্পাদক মোহাম্মদ কাশেম, সাপ্তাহিক বাঙ্গালির সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক বাংলাদেশ এর সম্পাদক ড. ওয়াজেদ এ খান, টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, কমিউনিটি বোর্ড মেম্বার ফাহাদ সোলায়মান, খলিল বিরিয়ানীর স্বত্বাধিকারী খলিলুর রহমান।

শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা নিরব, সাইমন, চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস, সাংবাদিক ও উপস্থাপক তানভীর তারেক, জিল্লুর রহমান, সাদিয়া খন্দকারসহ অন্যরা।

সারমিন সিরাজ সোনিয়ার পাশাপাশি অনুষ্ঠানে সঞ্চালনা করেছেন শামীম আল আমিন। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেছেন গোপন সাহা ও শুক্লা রায়, সঙ্গীত পরিবেশন করেন ত্রিনিয়া হাসান, আরিফ সুজন ও তানভীর তারেক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশা গ্রুপের ব্যবস্থাপক বোরহানুস সুলতান, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ, রিয়েলেটর মোহাম্মদ কবির, কমিউনিটি এক্টিভিস্ট ফরমান হোসাইন প্রমুখ।

শেয়ার করুন