পেশাদার সাংবাদিকদের প্রতিষ্ঠান ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৪ এ সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক হয়েছেন মাইনুল হাসান সোহেল।
শনিবার (৩০ নভেম্বর) দিনভর উৎসবমুখর পরিবেশে আয়োজিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনের ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ডিআরইউর সভাপতি পদে ৮০১ ভোট পেয়ে জয়ী হয়েছেন দৈনিক নয়া দিগন্তের আবু সালেহ আকন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ছিলেন বাসস এর চীফ রিপোর্টার মুরসালিন নোমানী। তিনি পেয়েছেন ৪৯৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের মাইনুল হাসান সোহেল ৫৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তুমুল উত্তেজনাপূর্ণ এ পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনাজ শারমিন পেয়েছেন ৩৬৪ ভোট। এছাড়াও আরো দুইজন আব্দুল্লাহিল কাফি ও মাহমুদুল হাসান লড়াই করেন।
এর আগে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ২১ পদের বিপরীতে চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়েছেন, বাকি ১৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩১ জন।
উল্লেখ্য, আবু সালেহ আকন এর আগে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সভাপতির দ্বায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করেছেন। অপরদিকে মাইনুল হাসান হোসেল ডিআরইউতে এর আগেও একবার সাধারন সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেছিলেন।