১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১১:৪৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জাতীয় সরকারের বিকল্প নেই- সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ০৩-১১-২০২৪
কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জাতীয় সরকারের বিকল্প নেই- সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম


“কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জাতীয় সরকারের বিকল্প নেই। বিশ্বে ১৪৭টি দেশে নির্বাচন ব্যবস্থা রয়েছে। এরমধ্যে ৯২টি দেশে জাতীয় সরকার ব্যবস্থা চালু আছে। এই ব্যবস্থায় প্রতিটি ভোটারের ভোটের মূল্যায়ন হয়। সংসদে সব দলের প্রতিনিধিত্ব থাকে। দলের নামে ভোট হবে। কোন দল ২-১ পার্সেন্ট ভোট পেলেও তার তিনজন প্রতিনিধি সংসদে থাকবে। তখন এককভাবে জালেম হওয়া, ফ্যাসিস্ট হওয়া, টাকা পাচারকারী হওয়ার সুযোগ থাকবে না।” কথাগুলো বলেছেন ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

  শনিবার যশোর টাউন হল ময়দানের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করে মুফতি রেজাউল করিম বলেন, রাষ্ট্রের প্রধান যখন মিথ্যাচার করেন, তখন তার আর ওই পদে থাকার যোগ্যতা থাকে না। তিনি ৫ আগস্ট ভাষণে যে বক্তব্য দিয়েছেন, আর পরবর্তীতে সাংবাদিকের সঙ্গে যা বলেছেন, তা সম্পূর্ণ ভিন্ন।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মিয়া মুহাম্মদ আব্দুল হালিম।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন ইসলামী আন্দোলনের উপদষ্টো অধ্যক্ষ নাজমুল হুদা, সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মফিজুল আলম খোকা, ডা. আবু নসর, সহসভাপতি মাওলানা আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী সরদার, জেলা সদস্য মাওলানা গোলাম আজম খান, সংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুর রশিদ, প্রচার দাওয়াহ বিষয়ক সম্পাদক ও ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি কামরুজ্জামান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক গাজী সহিদুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফজলুল করিম, সহসাংগঠনিক সম্পাদক আশিক বিল্লাহ, বাবলুজ্জামান প্রমুখ।

শেয়ার করুন