৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ১১:৫৫:০৯ পূর্বাহ্ন


২৫২ জনকে অব্যাহতি
পুলিশের এসআই নিয়োগে সতর্ক অন্তর্বর্তী সরকার
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৩-১০-২০২৪
পুলিশের এসআই নিয়োগে সতর্ক অন্তর্বর্তী সরকার বাংলাদেশ পুলিশ


আইনশৃংখলা নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম নিয়ে বেশ ঝামেলায় অন্তর্বর্তী সরকার। সারা দেশের মানুষও আইনশৃংখলায় আস্থাহীনতায়। এরই মধ্যে সেই পুলিশের বিরুদ্ধে একটা বড় সাহসিকতামূলক অ্যাকশন নিয়েছে অন্তর্বর্তী সরকার। অবশ্য এখনও তারা পুলিশ হয়নি। তবে ছিলেন শপথের অপেক্ষা, ট্রেনিং শেষ করে। জানা গেছে, ট্রেনিংয়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ৮২৩ জন ক্যাডেট এসআইয়ের মধ্যে ২৫২ জন প্রশিক্ষণার্থীকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২২ অক্টোবর) এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল মাসুদূর রহমান ভুইয়া। তিনি জানান, বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত উপ-পরিদর্শক (এসআই) ব্যাচের ২৫০ জনকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে।

জানা গেছে, ২০২৩ সালের ১১ নভেম্বর ৮২৩ জন ক্যাডেট এসআই সদস্যদের ট্রেনিং শুরু হয়েছিল। প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল ৪ নভেম্বর।

উল্লেখ্য, পুলিশে এসআই পদে চাকরির জন্য প্রার্থীকে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়। পরীক্ষা দিতে হয় কম্পিউটার চালানোর দক্ষতার ওপরও। এসব ধাপ পেরিয়ে প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়ে থাকে। এরপর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী ‘আউটসাইড ক্যাডেট’ হিসেবে সারদায় এক বছরের জন্য মৌলিক প্রশিক্ষণে অংশ নেন।

সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে আউটসাইড ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এই পাসিং আউটের পর মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত এসআইদের পুলিশের বিভিন্ন ইউনিটে মাঠপর্যায়ে কাজে পাঠানো হয়। সেখানে একবছর পূর্ণ হলে তাদের চাকরি স্থায়ী করা হয়।

তবে অন্য এক সুত্রে জানা গেছে আইনশৃংখলাবাহিনীতে গত ১৫ বছরে ছাত্রলীগ, যুবলীগ নেতা কর্মীদের আধিক্য। এ ট্রেনিংয়েও তেমন সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। 

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এস আই নিয়োগে সব কমম্প্লিট হওয়ার পর গ্রামের বাড়িতে তদন্ত করতে যেয়েও বহু প্রার্থীকে বাদ দেয়া হয়। এমন এক ঘটনায় প্রার্থীর নানা কোনো এক সময় মুসলীম লীগ ছিলেন এমন প্রমাণ পান তদন্তকারী অফিসার। নানাও গত হয়েছেন বহু বছর আগে। এরপরও ওই সংশ্লিষ্টতায় চাকরি হয়নি তার। ধুকতে হয়েছে ওই মেধাবী তরুণকে চূড়ান্ত পর্যায় বাদ পড়ে। 

এবার অন্তর্বর্তীতে তেমন কিছু না ঘটলেও শৃংখলা ভংগের অভিযোগ আনা হয়েছে। সরকারী বিধিতে, বিশেষ করে আইনশৃংলাবাহিনীর চাকুরিতে শৃংখলা ভঙ্গ বিশেষ গুরুত্ব বহন করে। সে দিক থেকে ওই আড়াইশ জনকে বাদ দেয়া হয়েছে বলে কতৃপক্ষ জানিয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী যা বললেন

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ জন উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, ‘রাজনৈতিক পরিচয় নয়, শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২৫২ জন এসআইকে অব্যাহতি দেয়া হয়েছে। শৃঙ্খলা ভঙ্গে কাকে কোন দায়ে অব্যাহতি দেয়া হয়েছে তা পুলিশ একাডেমি জানে।’

মঙ্গলবার আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির ৩য় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।

বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা এবং কমিটির আহ্বায়ক লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) সভাপতিত্ব করেন। সভায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কাকে কোন ধরনের শৃঙ্খলা ভঙ্গের জন্য অব্যাহতি দেওয়ার হয়েছে সেটা একাডেমি ভালো বলতে পারবে। এই সংখ্যাটা পূরণের জন্য আমরা ইতিমধ্যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছি। তবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এ নিয়োগ সম্পন্ন করবো।’

শেয়ার করুন