১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০২:০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


তুষারপাতে নিউইয়র্কের জনজীবন বিপর্যস্ত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৪-০২-২০২৪
তুষারপাতে নিউইয়র্কের জনজীবন বিপর্যস্ত স্নোতে লণ্ডভণ্ড নিউইয়র্কের জনপদ


আবহাওয়া অধিদপ্তর থেকে আগেই জানানো হয়েছিলো নিউইয়র্কসহ মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য স্টেটে প্রচণ্ড তুষারপাত এবং তুষারঝড় হবে। ভয়াবহতার কথা চিন্তা করেই নিউইয়র্ক সিটির শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলেও অনলাইনে ক্লাস নেয়া হয়েছে। আগে থেকেই জানানো হয়েছিলো ৮ থেকে ৯ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হবে। কিন্তু সবার সেই ধারণাকে ভুল প্রমাণিত হয়েছে নিউইয়র্কের আশেপাশের স্টেটগুলোতে। প্রচণ্ড তুষারঝড়ের কারণে মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, কানেকটিকাট এবং পেনসিলভেনিয়ায় ১৪ থেকে ১৫ ইঞ্চি তুষার রেকর্ড করা হয়েছে। প্রচন্ড তুষারঝড়ের কারণে হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। সেই সাথে হাজার হাজার গাড়ি দুর্ঘটনায় পতিত হয়েছে। এ রিপোর্ট লেখ পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

গত ১২ ফেব্রুয়ারি মধ্যরাত থেকেই তুষারপাত শুরু হয়। যা চলে টানা কয়েক ঘন্টা। পরদিন দুপুর ১টায় তুষারপাত বন্ধ হয়ে যায়। তুষারঝড়ের কারণে জনজীবন বিপর্যয়ের পাশাপাশি মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়ে। সতর্কতার কারণে অনেকেই বাসায় থেকেছেন। তবে নিউইয়র্ক সিটির মধ্যে ৪ থেকে ৫ ইঞ্চি তুষার পড়েছে। তুষার পড়লেও ঠান্ডা ছিলো তুলনামূলকভাবে কম। যে কারণে নতুন প্রজন্মের শিশু-কিশোররা আনন্দের সময় কাটিয়েছেন।

শেয়ার করুন