৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০২:১৮:৪৬ অপরাহ্ন


ফোবানার তিন গ্রুপের সংবাদ সম্মেলন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-০৮-২০২৪
ফোবানার তিন গ্রুপের সংবাদ সম্মেলন বক্তব্য রাখছেন শাহ নেওয়াজ


আগামী ৩০, ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর উত্তর আমেরিকার বিভিন্ন স্টেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফোবানা। ফোবানা সম্মেলন উপলক্ষে গত সপ্তাহে তিনি পৃথক পৃথক কমিটি পৃথক পৃথক দিনে নিউইয়র্কে সংবাদ সম্মেলন করেছে। ফোবানার একাংশের চেয়ারম্যান গিয়াস গত ১ আগস্ট বিকেলে তার নিউইয়র্কস্থ ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার অফিসে সংবাদ সম্মেলনের আয়োজক করেন। সেখানে তিনি জানান, তাদের নেতৃত্বোধীন ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে নিউইয়র্কের লাগোর্ডিয়া মেরিয়ট হোটেলের বল রুমে। সম্মেলনে দেশের এবং মূলধারার রাজনীতিবিদসহ সংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পীরা অংশগ্রহণ করবেন। আরো থাকবে বিভিন্ন বিষয়ে ফ্যাশন শো।

এদিকে আরেক অংশের চেয়ারম্যান শাহ নেওয়াজ ও এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী আজমের নেতৃত্বাধীন ফোবানার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় গত ৪ আগস্ট সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে। শাহ নেওয়াজের সভাপতিত্বে এবং কাজী আজমের পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবারের ফোবানা সম্মেলনের কনভেনর জাহাঙ্গীর কবির বাবলু, মেম্বার সেক্রেটারি সারওয়ার মিয়া, সাবেক চেয়ারম্যান আবু জুবায়ের দারা, মোহাম্মদ হোসেন খান, আলী ইমাম শিকদার, ফিরোজ আহমেদ, শরাফত হোসেন বাবু, রহিম নিশান প্রমুখ। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন শাহ নেওয়াজ। এই সংবাদ সম্মেলনেও ফোবানার প্রস্তুতি কথা তুলে ধরেন।

অন্যদিকে চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর এবং এক্সিকিউটিভ আবীর আলমগীরের নেতৃত্বাধীন ফোবানা সম্মেলনের সংবাদ সম্মেলনে গত ৩ আগস্ট সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কনভেনর রোকসানা পারভীন, মেম্বার সেক্রেটারি আবু রুমি, হোস্ট সংগঠনের প্রেসিডেন্ট নূরুল আমিন, সাবেক চেয়ারম্যান রেহান রেজা, রবিউল করিম বেলাল, প্রিয়লাল, এম রহমান জহির। সংবাদ সম্মেলনে ফোবানার প্রস্তুতি এবং অগ্রগতি তুলে ধরা হয়।

শেয়ার করুন