৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ১১:৫০:৩৭ অপরাহ্ন


বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ দেশের ৪ মহানগরে কমিটি
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৭-০৭-২০২৪
বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ দেশের ৪ মহানগরে কমিটি


ঢাকা, চট্ট্রগ্রাম, বরিশাল মহানগরের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

চার মহানগরের নেতৃত্বরা হলেন :

# ঢাকা মহানগর দক্ষিনের আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

# ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাইফুল আলম নিরব এবং সদস্য সচিব আমিনুল হক

# চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক এরশাদুল্লাহ এবং সদস্য সচিব নাজিমুর রহমান

# বরিশাল মহানগরের আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া এবং ১ নং যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।

ঢাকা মহানগর দক্ষিনের নতুন আহ্বায়ক মজনু গত কমিটির সদস্য সচিব এবং তানভীর আহমেদ রবির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

উত্তরেরর নতুন আহ্বায়ক সাইফুল আলম নিরব আগে যুব দলের সভাপতি ছিলেন। আমিনুল হক মহানগর উত্তরের গত কমিটির সদস্য সচি্বই ছিলেন।

চট্টগ্রাম মহানগরের নতুন আহ্বায়ক এরশাদুল্লা্হ গত কমিটির সহসভাতি এবং সদস্য সচিব নাজিমুর রহমান জেলা ছাত্র দলের সভাপতি ছিলেন।

গত ১৪ জুন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী স্বাক্ষরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা দক্ষিনের আহ্বায়ক আবদুস সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনু, চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক ডা. সাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর এবং বরিশাল মহানগরের আহ্বায়ক মনিরুজ্জামান খান ও সদস্য সচিব মীর জাহিদুল কবিরের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটি ভেঙে দেয়া হয়।

নবগঠিত চার আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে নতুন কমিটি গঠনের সময়সীমা বেধে দেয়ার কথা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।



শেয়ার করুন