১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ০৩:৫৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


মিশিগানে বাংলাদেশ আরবান মিউজিক ফেস্টিভালের প্রথম আসর
মিশিগান প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৭-০১-২০২৪
মিশিগানে বাংলাদেশ আরবান মিউজিক ফেস্টিভালের প্রথম আসর


হ্যামট্রামিক সিটির গেট অব কলম্বাসে গত ১৩ জানুয়ারি শনিবার সন্ধ্যায় বসে বাংলাদেশ আরবান মিউজিক ফেস্টিভালের প্রথম আসর। রাত ৮টায় অনুষ্ঠান শুরু হয়। বিশিষ্ট কবি ও গীতিকার ইশতিয়াক রূপু অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেওয়ার পর অর্পিতা সেন ও মৃত্তিকা সরকারের চমৎকার যৌথ নৃত্যের মাধ্যমে উৎসব উদ্বোধন হয়। পরে মিশিগান বাংলা থিয়েটারের হয়ে রম্যনাটক ও সংগীত পরিবেশন করেন হারান কান্তি সেন, সঞ্জয় দেব, শর্মিলা দেব শর্মি, পরেশ দেবনাথ। সদ্য প্রয়াত উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের দিকপাল ওস্তাদ রাশিদ খানকে বাংলা থিয়েটার তথা উৎসবের পক্ষ থেকে আবেগাপ্লুত শ্রদ্ধা জানান মিশিগান বাংলা থিয়েটারের সভাপতি হারান কান্তি সেন। পরে হলভর্তি দর্শকের মুহুর্মুহু করতালির মধ্যে একে একে সংগীত পরিবেশন করেন আসমা আখতার, সৈয়দ শাফি, নদী, মোহাম্মদ আমজাদ, ডিøবয় হিমেল, ইক্কি গা, সিলেট মেইড প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশিগানের প্রথম প্রিন্ট সংবাদপত্র বাংলা সংবাদ সম্পাদক ইকবাল ফেরদৌস, হ্যামট্রামিক সিটি মেয়র প্রো-টেম আবু মোহাম্মদ মুসা। মধ্যরাত পর্যন্ত উৎসবের শেষ পর্বে শিল্পীদের মধ্যে সম্মাননা ও পদক প্রদান করেন আয়োজনের গ্র্যান্ড স্পন্সর নাসির সবুজ, আয়োজক ইকবাল হোসেইন, হিমেল হোসেইন প্রমুখ।

শেয়ার করুন