৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৯:১৫:৪৪ পূর্বাহ্ন


ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ২০২২
রাজস্থান ও সুপার জায়ান্টের জয়
ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৮-০৫-২০২২
রাজস্থান ও সুপার জায়ান্টের জয় ব্যাটিং করছেন ইংলিশ ব্যাটসম্যান বাটলার। ম্যাচে তার দল রাজস্থান জিতেছে উত্তেজনাকর এক ম্যাচে ২ বল হাতে রেখে/ছবি ক্রিকইনফো


আইপিএলের দুই ম্যাচে জিতেছে লাকনৌ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়েলস। প্রথম ম্যাচে জায়ান্টস অনেকটা সহজেই জিতলেও টেনশনের ম্যাচে জিতেছে রাজস্থান শেষ ওভারে। 

পুনে’তে অনুষ্টিত এ ম্যাচে প্রথম ব্যাটিং করে পাঞ্জাব কিংসের জনি বেয়ারস্টোর ৫৬ রানের উপর ভর করে চ্যালেঞ্চিং ১৮৯ করেছিল কিংস। অন্যদের মধ্যে জিতেষ শর্মার করা ১৮ বলে ৩৮ রান উল্লেখযোগ্য। চাহাল নেন তিন উইকেট।

ওয়েনখেড়ে অনুষ্টিত এ ম্যাচে এরপর রাজস্থান ব্যাটিংয়ে নেমে ইয়াসাবি জেইসওয়ালের ৪১ বলে করা ৬৮ রানে জয়ের লক্ষ্যে পৌছানোর রসদ পেয়ে যায়। এছাড়া হেটমায়ারের ৩১, দেবদূতের ৩১ ও বাটলারের ৩০ রানে জয়ের লক্ষ্যে পৌছায় রাজস্থান দুই বল হাতে রেখে। ৪ উইকেট হারিয়ে ১৯০ রান করেন তারা। 

দিনের অপর ম্যাচে কুইন্টন ডি-ককের হাফ সেঞ্চুরী ও দীপক হোদার ৪১ রানের সুবাদে ১৭৬ করেছিল জায়ান্ট সাত উইকেট হারিয়ে। আন্দ্রে রাসেল নেন দুই উইকেট। 

এরপর খেলতে নেমে কোলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা চরম ব্যার্থতার পরিচয় দিয়ে লড়াইয়ের আগেই হেরে যায়। সংগ্রহ করেছিলেন তারা ১০১ রান ১৪.৩ ওভারে। মুলত জেসন হোল্ডার ও আভেস খানের মারাত্বক বোলিংয়ে দাড়াতেই পারেনি। দুইজনই লাভ করেন তিনটি করে উইকেট। ১৭৭ রানের জয়ের লক্ষ্যে নেমে হেরে যায় ৭৫ রানের বিশাল ব্যাবধানে।  


শেয়ার করুন