১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ০১:৪৫:৪৭ পূর্বাহ্ন


মিরাজ ও শান্ত’র সেঞ্চুরী
আফগানদের বিধ্বস্ত করে আশা জিইয়ে রাখলো বাংলাদেশ
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৪-০৯-২০২৩
আফগানদের বিধ্বস্ত করে আশা জিইয়ে রাখলো বাংলাদেশ প্রশান্তির হাসিতে শান্ত ও মিরাজ। দু’জনই করেন সেঞ্চুরী/ছবি সংগৃহীত


স্বস্থির জয় তো বটেই, ম্যাচটা ছিল প্রেস্টিজিয়াসও। এমন এক ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়ে পরবর্তি রাউন্ডে ওঠার সম্ভাবনা জাগিয়ে রেখেছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে অনুষ্টিত এ ম্যাচে বাংলাদেশের দুই ব্যাটসম্যান সেঞ্চুরী করেন। একজন মেহেদি হাসান মিরাজ ও নাজমুল শান্ত।


এ দুইয়ের সেঞ্চুরীতে বাংলাদেশ প্রথম ব্যাটিং করে চ্যালেঞ্চিং ৩৩৪ রান করেছিল পাচ উইকেটে। মিরাজ ১১২ ও শান্ত করেছিলেন ১০৪ রান।
এরপর খেলতে নেমে আফগানরা মুলত বাংলাদেশের রানের চাকায় পিষ্ট হয়। স্বাভাবিক খেলাটাও খেলতে পারেনি বাংলাদেশের বোলারদের উজ্জীবিত পারফরমেন্সের সামনে।


তাসকিন আহমেদ, শরীফুল ইসলামের মারাত্বক বোলিংয়ের মুখে ৪৪.৩ ওভারে গুটিয়ে যায় তাদের ইনিংস ২৪৫ রানে। তাসকিন ৪ ও শরিফুল নেন তিন উইকেট। মিরাজ ম্যান অব দ্যা ম্যাচের জন্য নির্বাচিত হন।

শেয়ার করুন