১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৪:১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


বিশিষ্ট ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম টিপু’র ইন্তেকাল
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৫-০৭-২০২৩
বিশিষ্ট ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম টিপু’র ইন্তেকাল ক্রীড়াঙ্গনের জনপ্রিয় মুখ রফিকুল ইসলাম টিপু/ছবি সংগৃহীত


বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ঢাকাই ক্রীড়াঙ্গনের জনপ্রিয় মুখ রফিকুল ইসলাম টিপু আর বেঁচে নেই। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন।

এর আগে সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ঢাকাই ক্রীড়াঙ্গনের সকলের প্রিয় টিপু ভাই। গত ২৪ জুলাই আকস্মিক অসুস্থ হয়ে পরলে তাকে নিকটবর্তি আজগর আলী হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল থেকে তার এক ঘনিষ্টজন জানিয়েছিলেন, ‘টিপু ভাইয়ের সিটি স্ক্যান করানো হয়েছে। রিপোর্ট ভালো আসেনি। মস্তিষ্কে রক্ত জমাটবদ্ধ রয়েছে। টিপু ভাই আইসিইউতে থাকলেও লাইফ সাপোর্টে প্রয়োজন হতে পারে।’


পরবর্তিতে সর্বশেষ আপডেটে জানা গেছে, তার শরীরে রেসপন্স খুব কম। অচেতন অবস্থাতেই রয়েছেন। অতিরিক্ত রক্তক্ষরণে এমন অবস্থা। এছাড়াও তিনি উচ্চ রক্তচাপ ও অন্যান্য জটিলতায় ভুগছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, এসব কারনে চিকিৎসকরা এই মুহুর্তে সার্জারি করতে পারছেন না। ফ্যামেলী সূত্রে জানা গেছে পরিস্থিতির একটু উন্নত হলে তাকে অনত্র স্থানান্তর করা হবে। কিন্তু সে সুযোগ তিনি আর দেননি।


রফিকুল ইসলাম টিপু, ক্রীড়াঙ্গনের অতি পরিচিত। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক এরপর সর্বশেষ ছিলেন  আরচ্যারি ফেডারেশনের নির্বাহী সদস্য।

টিপু ক্রীড়া সংগঠক হলেও ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে ছিল দারুণ সখ্যতা। সে সূত্রে ক্রীড়া সাংবাদিকদেরও প্রিয়পাত্র ছিলেন তিনি। টিপুর মৃত্যুর খবরে ক্রিড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে।


শেয়ার করুন