১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০৩:৩৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


ওয়াশিংটনে প্রতিবাদ সমাবেশে অংশ নিতে বিএনপির সাবেক নেতাদের আহবান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-০৪-২০২৩
ওয়াশিংটনে প্রতিবাদ সমাবেশে অংশ নিতে বিএনপির সাবেক নেতাদের আহবান বক্তব্য রাখছেন গিয়াস আহমেদ


বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ১ মে বিশ্বব্যাংকের অনুষ্ঠানে আগমনের প্রতিবাদে যুক্তরাষ্ট্র বিএনপির সর্বস্তরের সাবেক নেতাকর্মীদের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় গত ২৪ এপ্রিল সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে। 

সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য গিয়াস আহমেদ। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল ও অনুষ্ঠানটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার।

প্রতিবাদ সভায় উপস্থিত থেকে শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরের তীব্র প্রতিবাদ জানিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি এডভোকেট জামাল আহমেদ জনি, সাবেক সহ সভাপতি এমদাদুল হক কামাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ছৈয়দুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি জহিরুল ইসলাম মোল্লা, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সদস্য মোঃ সিরাজুল ইসলাম খান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক শফিক রহমান দুলাল, নিউইয়র্ক স্টেট বিএনপির সদস্য সচিব মোঃ সাইদুর রহমান সাইদ, স্টেট বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক দেওয়ান কাউসার, যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ, জাসাস যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরোয়াওর্দী, কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্রেও সভাপতি বদরুল হক আজাদ।

সভায় আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম জনি, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক আব্দুল বাতিন, জাসাস যুক্তরাষ্ট্র শাখার সাবেক সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সহ সভাপতি মোস্তাক আহমেদ, শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, শ্রমিক দল নেতা আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, কাজী আমিনুল ইসলাম স্বপন, ব্রুকলিন বিএনপির সভাপতি গোলাম মাহমুদ, সাবেক ছাত্রনেতা জীবন শফিক, সোয়েব আহমেদ, মোক্তাদির হোসেন, আবুল কালাম, মোঃ আশরাফ উদ্দিন মেম্বার, নাজিম চৌধুরী রিংকু প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে সিন্ধান্ত হয় ১ মে ওয়াশিংটনে বিশ্বব্যাংকে শেখ হাসিনার উপস্থিতির সময় ও ওয়াশিংটনে শেখ হাসিনার সংর্ধনা সভাস্থলের সামনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ প্রদর্শন করা হবে। প্রতিবাদ সভা থেকে দলমত নির্বিশেষে সকলের প্রতি আহবান জানানো হয় শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থানকালীন সময়ে প্রতিটি বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করার জন্য।

শেয়ার করুন