৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৬:০৫:৫৭ অপরাহ্ন


ইমিগ্রেশন খসড়া বিল প্রত্যাখ্যান উইসকনসিন গভর্নরের
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০২-২০২৫
ইমিগ্রেশন খসড়া বিল প্রত্যাখ্যান উইসকনসিন গভর্নরের উইসকনসিন গভর্নর টনি এভার্স


উইসকনসিন স্টেটের স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতা বাধ্যতামূলক করার জন্য রিপাবলিকানদের খসড়া বিল প্রত্যাখ্যান করেছেন উইসকনসিনের ডেমোক্র্যাট গভর্নর টনি এভার্স। গত সোমবার তিনি এ বিলকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন। উইসকনসিনের রিপাবলিকান আইনপ্রণেতারা এমন একটি আইন প্রণয়নের চেষ্টা করছেন, যা কাউন্টি শেরিফদের গ্রেফতারকৃতদের নাগরিকত্ব প্রমাণপত্র চাইতে এবং তা না থাকলে তাদের মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কাছে রিপোর্ট করতে বাধ্য করবে। এছাড়া স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে ওয়ারেন্ট কার্যকর করার ক্ষেত্রেও সহযোগিতা করতে হবে। এ খসড়া আইন অনুযায়ী, যদি কোনো কাউন্টি শেরিফ নির্দেশনা অনুসরণ করতে ব্যর্থ হন, তবে সংশ্লিষ্ট কাউন্টি ১৫ শতাংশ রাজ্য সাহায্য হারাবে। 

গভর্নর এভার্সের মুখপাত্র ব্রিট কুডাব্যাক এক বিবৃতিতে জানান, এই বিলটি কোনো বাস্তবসম্মত প্রস্তাব নয়। আমরা এমন কোনো আইন সমর্থন করব না যা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী, ফার্স্ট রেসপন্ডার এবং আমাদের কমিউনিটিগুলোর প্রতি সমর্থন কমিয়ে দেবে । তিনি আরো বলেন, রিপাবলিকান আইনপ্রণেতারা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ন্ত্রণ করতে চাইছেন এবং ১৫ শতাংশ বাজেট কাটছাঁট করার হুমকি দিচ্ছেন। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এদিকে রিপাবলিকান আইনপ্রণেতারা গভর্নর এভার্সের অবস্থানের সমালোচনা করেছেন। রিপাবলিকান স্টেট প্রতিনিধি টাইলার অগাস্ট বলেন, গভর্নর এভার্স এমন একটি বিল প্রত্যাখ্যান করেছেন, যা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশই করা হয়নি। এটি দেখেই বোঝা যায় যে, তিনি শুধু ভেটো দিয়েই রাজ্য পরিচালনা করতে চান। 

তিনি আরো বলেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একত্রে কাজ করে উইসকনসিনের স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে ফেডারেল সরকারের সঙ্গে যুক্ত করতে চাই, যাতে অপরাধীদের আমাদের সমাজ থেকে সরিয়ে ফেলা যায়। কিন্তু এভার্স ও উইসকনসিনের ডেমোক্র্যাটরা এতোটাই চরমপন্থী অবস্থানে রয়েছেন যে, তারা অবৈধ অভিবাসী অপরাধীদের বহিষ্কার করতেও রাজি নন। 

উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপের উদ্যোগ নিয়েছেন। তিনি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন এবং এমনকি গুয়ানতানামো বে-তে বন্দি রাখার প্রস্তাবও দেন। উইসকনসিনে এ বিল নিয়ে রাজনৈতিক উত্তেজনা বেড়ে চলেছে। রিপাবলিকানরা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে ফেডারেল সরকারের সঙ্গে কাজ করানোর পক্ষে জোর দিচ্ছেন, অন্যদিকে গভর্নর এভার্স এটিকে ‘স্থানীয় কমিউনিটির জন্য হুমকি’ বলে অভিহিত করছেন। এ বিতর্কের চূড়ান্ত পরিণতি কী হবে, তা দেখার জন্য রাজনৈতিক বিশ্লেষকরা অপেক্ষা করছেন। 

শেয়ার করুন