১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬:০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


দেওয়ান আরশেদ বিজয় আর নেই
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-১০-২০২২
দেওয়ান আরশেদ বিজয় আর নেই দেওয়ান আরশেদ বিজয়


কম্যুনিটির অত্যন্ত পরিচিত মুখ, ভার্জিনিয়া আর্লিংটনের বাসিন্দা দেওয়ান আরশেদ বিজয় দীর্ঘদিন থেকে মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে গত ৯ অক্টোবর রোববার চিকিৎসাধীন অবস্থায় তিনি উডব্রিজের সেন্টারা হাসপাতালে সন্ধ্যা ৭টা ৪ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে.. রাজেউন)।

জানা গেছে, দেওয়ান আরশেদ বিজয় ঢাকা সিটি কলেজের সাবেক ছাত্রনেতা ছিলেন। সদা হাসিখুশি প্রাণচাঞ্চল্য ব্যক্তি দেওয়ান বৃহত্তর ওয়াশিংটন যুব লীগের সভাপতি ছিলেন।

গত ১০ অক্টোবর সোমবার ভার্জিনিয়ার আর্লিংটনে বায়তুল মুকাররম বাংলা মসজিদে মরহুম দেওয়ান আরশাদ আলী বিজয়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় ভার্জিনিয়া, ওয়াশিংটন, মেরিল্যান্ডের নেতৃবৃন্দের সঙ্গে শরীক হোন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান এবং শাহানারা রহমান। বিপুল সংখ্যক মানুষ জানাজায় অংশগ্রহণ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ রাব্বুল আল আমিনের দরবারে দোয়া প্রার্থনা করেন। নামাজে জানাজা শেষে তা দাফন করা হয়।

শেয়ার করুন