১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০২:১৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


ইমিগ্রেশন রেজিস্ট্রি ও সামরিক বাহিনীতে ড্রিমারদের যোগদানের বিল উত্থাপিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-১০-২০২২
ইমিগ্রেশন রেজিস্ট্রি ও সামরিক বাহিনীতে ড্রিমারদের যোগদানের বিল উত্থাপিত


গত সপ্তাহে সিনেটের ডেমোক্রেটরা অবৈধ ইমিগ্র্যান্টদের নাগরিকত্ব প্রদানের লক্ষ্যে বিভিন্ন বিল উত্থাপন করেছে। যেসব কাগজপত্রবিহীন লোক অন্য অনেকের মতো যা যুগ যুগ ধরে এদেশে আছেন, ইমিগ্রেশন বেনিফিটের জন্য তাদেরকে অন্যান্য মিলিয়ন লোকের মতো, যাদের কাগজপত্র আছে তাদের মতো বৈধতা দেয়ার বিষয়টি বিবেচনা করছে এসব বিল। একটি বিলকে ইমিগ্রেশন রেজিস্ট্রি বিল বলা হেেচ্ছ। ক্যালিফার্নিয়ায় ডেমোক্রেট সিনেটর আলেক্স পাদিল্লা ইলনয়ের সিনেটর রিকডারবিন, ম্যাসাচুসেটসের এলিজাবেথ ওয়ারেন ও নিউ মেক্সিকোর বেন রায় লুজানের সাথে এ বিল উত্থাপন করে। মাত্র দুই পৃষ্ঠার এ বিলটি পাস হলে প্রায় ৮০ লাখ লোক গ্রিনকার্ডের জন্য বৈধতা পাবে। এই নতুন বিল যেসব ইমিগ্র্যান্ট অন্তত ৭ বছর আমেরিকায় রয়েছে, তাদের রোলিং রেজিস্ট্রেশনের মাধ্যমে গ্রিনকার্ডের ব্যবস্থা করবে। এই ইমিগ্রেশন রেজিস্ট্রি কোনো নতুন কর্মসূচি সৃষ্টি করবে না। তবে অবৈধদের বৈধ স্ট্যাটাস পাওয়ার সুযোগ এনে দেবে। 

ড্রিমারদের সামরিক বাহিনীতে যোগ দিয়ে নাগরিকত্ব দেয়ার বিল

অ্যারিজোনায় ডেমোক্রেট সদস্য রুবেন গ্যালিগো, হাউজ আর্মড সার্ভিস সাব-কমিটিতে ড্রিমারদের সেনাবাহিনীতে যোগ দিয়ে নাগরিক হওয়ার সুযোগ দেয়ার এক বিল উত্থাপন করেছে। প্রায় ৬ লাখ অবৈধ ইমিগ্র্যান্টদের বর্তমানে সামরিক বাহিনীতে যোগ দেয়ার কোনো সুযোগ নেই। কিন্তু অ্যারিজোনায় এই ডেমোক্রেট কংগ্রেস সদস্যের আনীত বিলের মাধ্যমে ডাকার সদস্যরা সামরিক বাহিনীতে যোগ দিয়ে গ্রিনকার্ড লাভ করতে পারবে।

শেয়ার করুন