১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১১:৩৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ৩০-০৪-২০২৫
হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত শেখ হাসিনা


ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগষ্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে থেকে ভারতের কোনো এক অজ্ঞাত স্থানে বাস করছেন তিনি। এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের কাছে চিঠি দিয়েছে সরকার। কিন্তু তার কোনো উত্তর নেই। সর্বশেষ, ব্যাংককে এক অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়। অনেক কথার মাঝে শেখ হাসিনার মুখ যাতে বন্ধ থাকে সে অনুরোধও করা হয়। কিন্তু মোদী সাফ জানিয়ে দেন সেটা সম্ভবপর নয়। যদিও ইদানিং খুব একটা কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা যাচ্ছে না। 

এরই মধ্যে আওয়ামী লীগ যতগুলো রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে, তার প্রতিটাই ব্যর্থ। এমনকি যারা এসব কর্মকান্ডে জড়িয়েছেন, তাদের উপর টর্নেডো বইছে আইনশৃংখলাবাহিনীর। সব মিলিয়ে আওয়ামী লীগের তৃনমূলের লোকজন ক্ষ্যান্ত দিয়েছে কিছুটা। এদিকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার কার্য শুরু হবে সহসাই শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আল জাজিরার সাথে এক সাক্ষাতকারেও এ ব্যাপারে কথা বলেছেন। 

এদিকে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সাবেক মন্ত্রীসহ যারা বিদেশে আছেন তাদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২৯ এপ্রিল মঙ্গলবার দুদক মহাপরিচালক আখতার হোসেন সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ‘আমি নির্দিষ্টভাবে কারো নাম উল্লেখ করতে চাই না। তবে, আমি মনে করি এটি (রেড অ্যালার্ট) তদন্ত দলের এখতিয়ারের মধ্যে রয়েছে।’ ‘যদি তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন মনে করে, তাহলে তা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে,’ বলেন তিনি।

এদিকে, রাজউকের প্লট বরাদ্দ নিয়ে দুর্নীতির একটি মামলায় গত ২৭ এপ্রিল রোববার আদালত শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে।

শেয়ার করুন