১৬ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ০৪:২২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইমাম নিহতের ঘটনায় টার্নারের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন ম্যানহাটনে মুসলিম মহিলাকে ছুরিকাঘাত, আলবার্টকে ১১ বছরের কারাদণ্ড যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহত, প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ট্রাম্পের কড়াকড়িতে অভিবাসী শ্রমিক কমলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শ্রমিকদের বেকারত্ব বেড়েছে ওয়াশিংটনের ন‍্যাশনাল প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে সভা মধ্যবর্তী নির্বাচন পরিচালনার নিয়ম বদলাতে মরিয়া ট্রাম্প জামায়াতের সাথে মার্কিন প্রতিনিধিদের বৈঠক নিয়ে নানা গুঞ্জন এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি বাংলাদেশ গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটে ভারতীদের ভূ-রাজনীতি


ফাবানা থেকে রাসেল ও শিব্বির বহিষ্কার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-০৪-২০২২
ফাবানা থেকে রাসেল ও শিব্বির বহিষ্কার


 ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা- ফোবানার ৩৫তম কনভেনশনের কনভেনর জিআই রাসেলকে সংগঠনের সাংবিধানিক ধারা লঙ্ঘন, অর্থনৈতিক অব্যবস্থাপনা ও দুর্নীতি এবং সংগঠনের সুনাম ক্ষুণœ করার অভিযোগে ফোবানার সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে তার নেতৃত্বে গড়ে ওঠা ‘আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির সদস্য পদও খারিজ করা হয়েছে।

এ ছাড়া ৩৫তম ফোবানা কনভেনশনের সদস্য সচিব শিব্বির আহমেদকেও একাধিক বিধি লঙ্ঘনের অভিযোগে এবং প্রমাণসাপে ফোবানা থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। সংগঠনের চেয়ারম্যান রেহান রেজা ও নির্বাহী সচিব মাসুদ রব চৌধুরী স্বারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফোবানার সংবিধান বিরোধী কার্যকলাপের অভিযোগের পরিপ্রেেিত প্রতিকার ও সংশোধনকল্পে কার্যকরি পদপে ধারা অনুযায়ী এই দুই ব্যক্তি বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে প্রমাণিত হয়। পরে গণতান্ত্রিক পদ্ধতিতে সাংবিধানিক ধারা মোতাবেক ভোটের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বহিষ্কার-সংক্রান্ত এই সিদ্ধান্ত অনতিবিলম্বে কার্যকর ঘোষণা করা হয়েছে এবং ফোবানার ভবিষ্যৎ কোনো কার্যক্রমের সঙ্গে এই দুই ব্যক্তির কোনো সম্পর্ক থাকবে না।  


শেয়ার করুন