১৮ অক্টোবর ২০২৫, শনিবার, ০১:৫১:৫১ পূর্বাহ্ন


বাড়ি কেনার সময় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস অভিযুক্ত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-১০-২০২৫
বাড়ি কেনার সময় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস অভিযুক্ত নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস


যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল গ্র্যান্ড জুরি গত ৯ অক্টোবর নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের বিরুদ্ধে ব্যাংক জালিয়াতি ও আর্থিক প্রতিষ্ঠানে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে অভিযোগ গঠন করেছে। ফেডারেল অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, লেটিশিয়া জেমস ২০২০ সালে ভার্জিনিয়ায় একটি বাড়ি কেনার সময় ১ লাখ ৩৭ হাজার ডলারের বন্ধকী ঋণ পান। তিনি ‘সেকেন্ড হোম রাইডার’ নামে একটি ধারা অনুযায়ী ঋণটি পান, যেখানে শর্ত ছিল সম্পত্তিটি তার দ্বিতীয় আবাসস্থল হিসেবে ব্যবহার করতে হবে। কিন্তু অভিযোগ অনুযায়ী, তিনি ওই সম্পত্তি ভাড়া দেন, যা বিনিয়োগ সম্পত্তি হিসেবে গণ্য হওয়ায় তার বেশি সুদ দিতে হতো ৩ শতাংশের পরিবর্তে ৩ দশমিক ৮১৫ শতাংশ। এ ব্যবধানের ফলে জেমস মোট প্রায় ১৮ হাজার ৯৩৩ ডলার সাশ্রয় করেছেন বলে অভিযোগে বলা হয়েছে।

লেটিশিয়া জেমস এ অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসা বলে অ্যাখ্যা দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, এটি প্রেসিডেন্টের কঠোর প্রচেষ্টারই অংশ, যাতে তিনি বিচারব্যবস্থাকে নিজের রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি আর তার ফলেই তিনি আমাকে লক্ষ্যবস্তু বানিয়েছেন। তিনি আরো বলেন, এ অভিযোগগুলো ভিত্তিহীন এবং প্রেসিডেন্ট নিজেই প্রকাশ্যে বলেছেন যে, তার একমাত্র উদ্দেশ্য রাজনৈতিক প্রতিশোধ নেওয়া। এটি আমাদের সংবিধানিক ব্যবস্থার চরম লঙ্ঘন এবং দুদলেরই নীতিনির্ধারকরা এর নিন্দা করেন।

আদালত নথি অনুসারে, মামলাটি বিচারক জামার কে ওয়াকার এবং ম্যাজিস্ট্রেট ডগলাস ই মিলারের কাছে পাঠানো হয়েছে। জেমসের পক্ষে আইনজীবী হিসেবে রয়েছেন প্রখ্যাত অ্যাটর্নি অ্যাবে লওয়েল।

এ মামলা ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল এক্সে লিখেছেন-নিউইয়র্কবাসী লেটিশিয়া জেমসকে তার সততা, স্বাধীনতা ও ন্যায়বিচারের জন্য জানে। আজ যা ঘটছে, তা ন্যায়বিচারের অস্ত্রকে রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার বানানোর এক দৃষ্টান্ত।

নিউইয়র্ক সিটি পাবলিক অ্যাডভোকেট জুমানি উইলিয়ামস এবং সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার সিটি হলে এক যৌথসংবাদ সম্মেলনে অভিযোগের নিন্দা জানান। ব্র্যাড ল্যান্ডার বলেন, এ মামলার কোনো বাস্তব ভিত্তি নেই। ট্রাম্প জানেন এটি মিথ্যা, প্রসিকিউটররাও জানেন, আমরা সবাই জানি। এটি সম্পূর্ণ রাজনৈতিক নাটক।

জুমানি উইলিয়ামস প্রাক্তন মার্কিন সুপ্রিম কোর্ট বিচারপতি রবার্ট জ্যাকসনের একটি বিখ্যাত উক্তি উদ্ধৃত করে বলেন, যে দেশে আইন বইয়ে অজস্র অপরাধের ধারা আছে, সেখানে একজন প্রসিকিউটর চাইলে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে অন্তত একটি অভিযোগ খুঁজে পেতে পারে। কিন্তু প্রকৃত ন্যায়বিচার হচ্ছে অপরাধ খুঁজে মানুষকে চিহ্নিত করা, মানুষ চিহ্নিত করে অপরাধ খোঁজা নয়। তিনি আরো বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে, তিনি বিরোধীদের বিরুদ্ধে ফেডারেল সরকারকে অস্ত্র হিসেবে ব্যবহার করবেন। আজ সে ঘোষণারই বাস্তব রূপ আমরা দেখছি।

ব্র্যাড ল্যান্ডার বলেন, লেটিশিয়া জেমস জানতেন, ট্রাম্প তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারেন। তবু তিনি নিউইয়র্কবাসীর পক্ষ থেকে মামলা করেছিলেন। এটি তার সাহসিকতা এবং জনগণের প্রতি দায়বদ্ধতার প্রমাণ।

অন্যদিকে নিউইয়র্কের মেয়রপ্রার্থী জোহরান মামদানি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প গণতন্ত্রবিরোধী কৌশল ব্যবহার করছেন। বিরোধীদের বিচার, রাষ্ট্রযন্ত্রকে অস্ত্র বানানো এবং আমেরিকার মৌলিক গণতান্ত্রিক কাঠামো আক্রমণ করা। কিন্তু নিউইয়র্কবাসী এর জবাব দেবে ঐক্যবদ্ধভাবে। অ্যাটর্নি জেনারেল জেমস আমাদের পাশে ছিলেন, এখন আমাদের উচিত তার পাশে দাঁড়ানো।

এ অভিযোগের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আবারও ‘বিচার বিভাগের রাজনীতিকীকরণ’ ইস্যুটি সামনে এসেছে। সমালোচকরা বলছেন, ফেডারেল বিচারব্যবস্থাকে বিরোধীদের দমন এবং রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহারের এ প্রবণতা যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধের জন্য এক গভীর হুমকি।

শেয়ার করুন