যুক্তরাষ্ট্র সফরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ঢাকা থেকে রওনা হয়ে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করে তিনি যুক্তরাষ্ট্র পৌঁছাবেন। আগামী ১৮ অক্টোবর রাতে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সেখানে পবিত্র ওমরাহ পালন করে ২২ অক্টোবর জামায়াত আমির যুক্তরাষ্ট্র আসবেন। ব্যক্তিগত সহকারী ছাড়া দলের আর কেউ তার সফরসঙ্গী হচ্ছেন না বলে দলীয় সূত্র জানিয়েছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলের মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, দলের আমির সৌদি আরব হয়ে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। ১৮ থেকে ৩১ অক্টোবর তার সফরটি হবে। ১ নভেম্বর তার দেশে ফেরার সূচি রয়েছে।
যুক্তরাষ্ট্র থেকে একটি সূত্র জানিয়েছেন, জামায়াত আমির নিউইয়র্ক এবং মিশিগানে কর্মসূচিতে অংশ নেবেন। আগামী ২৬ অক্টোবর তাকে সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে। এসব কর্মসূচি বিভিন্ন সংগঠনের নামে আয়োজন করা হচ্ছে। জামায়াতের ব্যানারে কোনো কর্মসূচি নেই।
গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে অসুস্থ হয়ে পড়লে ৩৩ দিন চিকিৎসাধীন ছিলেন জামায়াত আমির। ২ আগস্ট রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার ওপেন হার্ট সার্জারি হয়। সেখান থেকে ফিরে কিছুদিন বসুন্ধরার বাসায় বিশ্রামে ছিলেন।
সম্প্রতি তিনি দলীয় কার্যক্রমে সক্রিয় হয়েছেন। বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। অসুস্থ হওয়ার পর এই প্রথমবার তিনি বিদেশ সফরে যাচ্ছেন। এর আগে চীন, যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত বেশ কয়েকটি দেশ সফর করেন জামায়াত আমির।