১৮ অক্টোবর ২০২৫, শনিবার, ০১:৫০:৫২ পূর্বাহ্ন


জ্যামাইকায় অলকাউন্টি হোমকেয়ারের সপ্তম শাখা
সাফল্যের আরেক পলক
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-১০-২০২৫
সাফল্যের আরেক পলক ফিতা কেটে অলকাউন্ট্রি হোমকেয়ারের সপ্তম শাখার উদ্বোধন করছেন আব্দুল কাদের শিশির ও নায়ক বাপ্পা


খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশি কমিউনিটির আস্থা এবং বিশ্বাসের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে অলকাউন্টি হোমকেয়ার। যে কারণে এই প্রতিষ্ঠানে সুনাম বৃদ্ধি পাচ্ছে। সেই সুনামের ওপর ভর করেই সেবাগ্রহণকারীর সংখ্যা বাড়ছে। আর সেবা গ্রহণকারীর সংখ্যা বাড়ার কারণেই প্রতিষ্ঠানের শাখা বাড়ছে।

উন্নত গ্রহণ সেবার প্রতিশ্রুতি দিয়ে গত ১০ অক্টোবর বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্ক সিটির জ্যামাইকায় (১৮০-২০ হিলসাইড অ্যাভিনিউ) উদ্বোধন করা হলো ‘অলকাউন্টি হোমকেয়ার’-এর সপ্তম শাখার। কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে অনাড়ম্বর এক উদ্বোধনী সমাবেশে সংস্থাটির চেয়ারম্যান আব্দুল কাদের শিশির বলেন, প্রবীণরা অসুস্থ হয়ে পড়লে স্বল্পতম সময়ে চিকিৎসা কিংবা ক্ষুধার সময়েই পুষ্টিকর খাদ্য পরিবেশনের জন্যে নিউইয়র্ক সিটির ঘনবসতি এলাকায় আমরা ইতিমধ্যেই ৬টি শাখা চালু করেছি। এটি হচ্ছে সপ্তম শাখা। প্রয়োজনের পরিপূরক আরো শাখা স্ট্যাটেন আইল্যান্ড এবং ম্যানহাটানেও চালু করবো। ‘ন্যাশনাল হেল্থকেয়ার চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ডপ্রাপ্ত আব্দুল কাদের শিশির আরো বলেন, স্বাস্থ্য এবং রিযিকের মালিক হলেন সৃষ্টিকর্তা। আমরা হলাম উপলক্ষ। সে দায়িত্বটি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে মানবিকতার ক্ষেত্রে ‘অলকাউন্টি হোমকেয়ার’-এর নাম স্মরণীয় করে রাখতে চাই। আর এজন্য সবার আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি। তিনি আরো বলেন, আমাদের প্রধান কাজ হচ্ছে মানুষের সেবা করা। আর সেই কাজটি আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছি। আর এ কাজে আমাদের সহযোগিতা করছেন আমাদের প্রতিনিধিরা।

এ হোমকেয়ার সেন্টারে আগত প্রবীণরা দিনভর গল্প-আড্ডা, খেলাধুলার সুযোগও পাবেন। অর্থাৎ নিজস্ব সংস্কৃতির আমেজে প্রবীণরা দিন কাটাতে পারবেন। এমন একটি ব্যবস্থার দাবি ছিল অনেক দিনের। গত ২-৩ বছর আগে নিউইয়র্ক স্টেট প্রশাসনের পক্ষ থেকে সব কমিউনিটির অসহায় প্রবীণদের চিকিৎসা ও খাদ্যের ব্যবস্থা করা হয়েছে। এই সেন্টারে আসা-যাওয়ার জন্যে রয়েছে বিনা ভাড়ার গাড়িও। সকাল-সন্ধ্যা থাকেন নার্স। যখনই প্রয়োজন তখনই চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়। রোগী সেবা দপ্তরের পরিচালক তাজকিন খাতুনের সঞ্চালনায় উদ্বোধনী সমাবেশে আরো বক্তব্য দেন রিপাবলিকান পার্টি থেকে সিটি কাউন্সিলের প্রার্থী শাহ শহিদুল হক সাঈদ। তিনি বলেন, এই সেন্টারে পরিবেশিত সকল খাবার শরিয়া অনুযায়ী তৈরি হচ্ছে জেনে স্বস্তিবোধ করছি। তিনি এই হোমকেয়ারের সেবা গ্রহণের জন্য বাংলাদেশি কমিউনিটির প্রতি আহবান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমিউনিটি অ্যাকটিভিস্ট বদরুল হক আজাদ, ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, মূলধারার রাজনীতিবিদ দিলীপ নাথ, কমিউনিটি অ্যাকটিভিস্ট মিয়া মোহাম্মদ দুলাল, মোহাম্মদ খোকন, মোহাম্মদ বাদল প্রমুখ।

শুরুতে বিশিষ্টজনদের পাশে নিয়ে ফিতা কেটে নয়া শাখার উদ্বোধন করেন আব্দুল কাদের শিশির। এরপর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আল আরাফা ইসলামিক সেন্টারের ইমাম। এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ।

শেয়ার করুন