জাতি, নগর ও সমাজের সেবা ও অনুপ্রেরণার প্রতীক হিসেবে গড়ে ওঠা ব্যক্তিদের সম্মানিত করতে প্রতিষ্ঠিত Torch-Bearer Award বা আলো বাহক সম্মাননা ২০২৫-এর জন্য মনোনীতদের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের খ্যাতনামা সমাজসেবক ও কমিউনিটি নেতা মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার।
টর্চ-বিয়ারার অ্যাওয়ার্ড বিশ্বের বিভিন্ন প্রান্তে অবদান রাখা ব্যতিক্রমী ব্যক্তিত্বদের দেওয়া হয়, যারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ২০২৫ সালের সম্মাননা তালিকায় মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ারকে যুক্ত করা হয়েছে তাঁর সমাজসেবা, নেতৃত্বগুণ এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে কাজ করে আসছেন- প্রবাসে এবং দেশে উভয় ক্ষেত্রেই। শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে তাঁর নেতৃত্ব বাংলাদেশের মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন এনেছে।
বাংলাদেশি তরুণ প্রজন্মকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, “মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার শুধু একজন কমিউনিটি লিডারই নন, তিনি একজন অনুপ্রেরণার প্রতীক, যিনি সমাজে আশার আলো জ্বালিয়ে চলেছেন।”