গৌরব, ঐতিহ্য ও সাফল্যের ৪৬ বছর উপলক্ষে ওজনপার্ক বিএনপি আয়োজিত গত ৯ সেপ্টেম্বর ওজনপার্কের ড্রিউ স্ট্রিটের কর্নারে লিবার্টি প্লাজায় দোয়া মাহফিল আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় সভা মানুষের উপস্থিতিতে বিশাল জনসভায় রূপান্তরিত হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেন। ওজনপার্কে বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিক পালনে উপস্থিত নেতৃবৃন্দকে যথাযথভাবে পরিচয় করিয়ে দেয়া হয় এবং সংগঠন প্রতিষ্ঠার প্রেক্ষাপট, পরবর্তিতে দলের রাজনৈতিক কার্যক্রম শৈল্পিক ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান ও যুবদলের সাবেক সহ সভাপতি আতিকুল হক আহাদ। পরিচালনা সহযোগিতা করেন আল মামুন সবুজ। বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাতসহ ২০২৪ সালে ছাত্রজনতার আন্দোলনে শহীদ ও আহতদের এবং বন্যায় নিহতদের স্মরণে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা রফিক আহমদ।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা শিল্পী বেবি নাজনীন, বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির অন্যদম সদস্য আব্দুল লতিফ স¤্রাট, বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জিল্লুর রহমান জিল্লু, রিতা রহমান, আজমল হোসেন কুনু, এবাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ বাবর উদ্দিন, যুক্তরাষ্ট্র জাসাসের সাবেক সভাপতি আবু তাহের , যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি এডভোকেট জামাল আহমদ জনি, বিএনপি নেতা পারভেজ সাজ্জাদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভুইয়া প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে নতুন বাংলাদেশ গড়ার সময়। এ সুযোগ যাতে হাতছাড়া না হয় সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। সভায় বক্তারা দীর্ঘ দিন ধরে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান বের করার জন্য বর্তমান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিকাল থেকে আরম্ভ হয়ে রাত পর্যন্ত চলে। অনুষ্ঠানে ছিলো মানুষের উপচেপড়া ভীড়। অনুষ্ঠানে সবার চোখেমুখে দীর্ঘদিনের অঘোষিত যাতাকল থেকে মুক্ত স্বাদ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানের সভাপতি আনোয়ার হোসেন অনুষ্ঠান সফল এবং স্বার্থক করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।