৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৫:৬:১২ অপরাহ্ন


যুব ও ছাত্রদলের সাবেকদের বিএনপির প্রতিষ্ঠাবাষিকী পালন
নির্বাচন পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৩-০৯-২০২৫
নির্বাচন পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে বক্তব্য রাখছেন গিয়াস আহমেদ


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে নিউইয়র্কে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আন্তরবর্তী সরকার প্রধান ঘোষিত আগামী ফেব্রুয়ারিতেই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানিয়েছেন। সভায় বক্তারা বলেন, কোন অবস্থাতেই নির্বাচন পিছানো যাবে না। নির্বাচন পিছালো দেশে রাজনৈতিক সঙ্কট দেখা দেবে, সৃষ্টি হবে অস্থিতিশীল পরিবেশের। যা কারো কাম্য নয়। তারা আরো বলেন, এখনো নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। আমাদের নির্বাচন পর্যন্ত সজাগ থাকতে হবে এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনা পালন করতে হবে। 

যুক্তরাষ্ট্র যুবদল ও ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের আয়োজনে গত ১ সেপ্টেম্বর সোমবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম এ বাতেন। 

যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি মাজহারুল ইসলাম জনির প্রাণবন্ত উপস্থাপনায় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আবাদুল লতিফ সম্রাট এবং প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদ। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ বাবার উদ্দিন, সাবেক বিএনপি নেতা সৈয়দ এম রেজা, এম বাসেত রহমান, যুক্তরাষ্ট্র জাসাসের সাধারণ সম্পাদক শহীদ জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ফারুক হোসেন মজুমদার, নিউইয়র্ক দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেন, কম্যুনিটি বোর্ড মেম্বার ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা শেখ শাহজাহান, বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী ও জাতীয়তাবাদী মহিলা দল নেত্রী সৈয়দা মাহমুদা শিরিন, দেলোয়ার হোসেন শিপন, মাইন উদ্দিন নান্টু, সিলেট মহানগর বিএনপির সভাপতি নেতা হোসেন আহমেদ, জাসস নেতা দারাদ আহমেদ, কৃষিবিদ সোলায়মান, নাসির উদ্দিন, এডভোকেট রেজওয়ানা সেতু, আমিনুল ইসলাম মিঠু, ফুল মিয়া।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাকারিয়া অপু, মেহরাব হোসেন রাজা, ফারহান হোসেন, অয়েজ আহমেদ, সুমন খাঁ, শামীম আহমেদ, এম এ মজিদ, তারেক রহমান, এ মান্নান, সাদিক খান, সোলায়মান হোসেন, লিঘান চৌধুরী, রাজ খান, মেহেদী হাসান, রুহুল আমিন, সজিব চৌধুরী ফয়সাল।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুবদল নেতা ওয়েস আহমেদ। 

সভায় আব্দুল লতিফ সম্রাট শহীদ জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে বলেন, আমরা সৌভাগ্যবান যে আমরা জিয়ার রাজনৈতিক আদর্শের উত্তরসূরী। দেশের স্বাধীনতা আর দেশ গড়ায় জিয়া পরিবারের ত্যাগ অনস্বীকার্য। জিয়া ছিলেন দেশের সকল দুর্যোগের ত্রাত কর্তা। তিনি বলেন, দেশের নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে, পিআর পদ্ধতির আর সংস্কারের নামে নির্বাচন বানচালের চেষ্টা চলছে। তিনি বলেন, বিএনপিকে সংস্কার শেখাতে হবে না। আব্দুল লতিফ সম্রাট বলেন, সমগ্র প্রবাসের গণতন্ত্রে বিশ্বাসীরা অধীর আগ্রহে রয়েছেন বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সত্যিকারের একটি পার্লামেন্ট প্রতিষ্ঠার জন্যে। গত ১৭ বছরের পরিপূরক সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রবাসের বিএনপি নেতা-কর্মীরাও সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন।

গিয়াস আহমেদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে যেখানে শেখ মুজিব আর আওয়ামী লীগের ব্যর্থতা, সেখান থেকেই দেশ-জাতির জন্য শহীদ জিয়া আর বিএনপির সফলতা শুরু। তিনি বলেন, বিএনপি বা বেগম খালেদা কখনো পিছনের দরজা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়নি, অন্যথায় আওয়ামী লীগ বা শেখ হাসিনা জামায়াত আর ১/১১ সরকারের সাথে আতাত করে ক্ষমতায় গিয়েছে। তিনি বলেন, জামায়াতে ইসলামীর দু’মুখো নীতি আর আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন না দেয়ার কারণেই বিএনপি ক্ষমতায় যেতে পারেনি। জামায়াতের রাজনীতি ছদ্মবেশী রাজনীতি। তিনি বলেন, পিআর পদ্ধতি ভারতীয় এজেন্টদের প্রস্তাব। 

এম এ বাতেন যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল ও ছাত্রদলের কমিটি দাবি করে বলেন, দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতি করছি, সবার ভালোবাসা পেয়েছি। আগামী দিনে বড় দায়িত্ব পেলে দলীয় নেতা-কর্মীদের সেই ভালোবাসার ঋণ একটু হলেও শোধ করতে চাই। তিনি আরো বলেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আমাদের সতর্ক থেকে সেই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দশনা পালন করতে হবে। 

সভায় কোন কোন নেতার যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল ও ছাত্রদলের কমিটি গঠনের দাবি প্রসঙ্গে কেন্দ্রীয় বিএনপি’র দুই নেতা কেন্দ্রের সাথে কথা বলার আশ্বাস দেন। আবার কোন কোন বক্তা যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি দেয়ার দাবি জানান। আবার কেউ কেউ তিনটি কমিটির সমালোচনা করেন।

অনুষ্ঠানে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর বেলুন উড়ানো হয় এবং দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

শেয়ার করুন