৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৫:০৭:১৬ অপরাহ্ন


কবরের প্রজেক্ট শেষ না করেই চলে গেলেন বেলাল হোসেন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-০৮-২০২৫
কবরের প্রজেক্ট শেষ না করেই চলে গেলেন বেলাল হোসেন বেলাল হোসেন


বেলাল হোসেন। কমিউনিটিতে বিএনএইচ বেলাল নামে পরিচিত। প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন বৃহত্তর নোয়াখালী সোসাইটির প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক এবং কবরের প্রজেক্টের অন্যতম উদ্যোক্তা বেলাল হোসেন গত ২০ আগস্ট রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা সন্তান, আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এবং ১ লাখ কবরের স্বপ্নদ্রষ্টা জাহিদ মিন্টু জানান, গত ২০ আগস্ট তিনি কবরের প্রজেক্টের জন্য বাজার করেছিলেন। সন্ধ্যায় আমরা সবাই ব্রুকলিনে বৃহত্তর নোয়াখালী সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাজী মফিজুর রহমানের বসায় যাই। সেখানে প্রজেক্ট নিয়ে আলোচনা করি। রাত সাড়ে ৯টা দিকে তিনি তার বাসায় যাওয়ার জন্য আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যান। ওই রাতেই কয়েক ঘণ্টা পর শুনতে পাই তিনি আমাদের মধ্যে নেই। তার ওয়েস্টচেস্টার বাসার মধ্যেই তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। তাকে ওয়েস্টচেস্টারের একটি হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। কথা প্রসঙ্গে জাহিদ মিন্টু বলেন, বেলাল হোসেন স্বপ্ন ছিল কবরের প্রজেক্ট নিয়ে। তিনি আমাকে বলেছিলেন জীবনে অনেক নির্মাণকাজ করেছেন। এটি তার শেষ প্রজেক্ট, এ প্রজেক্টের পর আর কোনো প্রজেক্ট করবেন না। কিন্তু আল্লাহ ইচ্ছা তিনি প্রজেক্টের কাজ শুরু করেছিলেন, শেষ করতে পারেননি। তিনি ছিলেন আমার শক্তি এবং সাহস। শুধু বলতেন, তুমি খাতা কলমের কাজ করে সব কিছু আমার ওপর ছেড়ে দাও। আজকে তিনি আমাদের মাঝে নেই।

বেলাল হোসেনের নামাজে জানাজা গত ২২ আগস্ট বাদ জুমা ব্রুকলিনের বাইতুশ শরফ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় বৃহত্তর নোয়াখালী জেলার মানুষ ছাড়াও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। জানাজায় তার পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করেন। নামাজে জানাজা শেষে পর দিন ২৩ আগস্ট তার লাশ লংআইল্যান্ডের ওয়াশিংটন মোমোরিয়ালের মুসলিম গোরস্তানে দাফন করা হয়।

তার মৃত্যুতে পুরো বাংলাদেশি বিশেষ করে ব্রুকলিন কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রব মিয়া, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিক, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাজি মফিজুর রহমান, সহ-সভাপতি তাজু মিয়া, উপদেষ্টা পরিষদের সদস্য খোকন মোশাররফ, মাইনুল উদ্দীন মাহবুব, সাবেক সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু, বাংলাদেশ সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ নওশাদ হোসেন, বৃহত্তর নোয়াখালী সোসাইটির আজীবন সদস্য ও দেশ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

শেয়ার করুন