১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ০৪:১৪:৪৯ পূর্বাহ্ন


ঢাকা জেলা এসোসিয়েশন
বনভোজন পরিণত হয় একখণ্ড ঢাকায়
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-০৮-২০২৫
বনভোজন পরিণত হয় একখণ্ড ঢাকায় বক্তব্য রাখছেন দুলাল বেহেদু


বর্ণিল আয়োজন, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল ঢাকা জেলা এসোসিয়েশন অব ইউএসএ ইনক’র বার্ষিক বনভোজন। দিনব্যাপী বিভিন্ন ধরনের খেলাধুলা, অতিথিদের শুভেচ্ছা বক্তৃতা, সঙ্গীতানুষ্ঠান, পুরস্কার বিতরণ, র‍্যাফেল ড্র আর বাহারী বাঙ্গালী খাবার পরিবেশনের মধ‍্য দিয়ে অনুষ্ঠিত হওয়া এ বনভোজন যেন ছিল ঢাকাবাসীর মিলনমেলা।

নিউইয়র্কের লংআইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য্যরে লীলাভূমি বেলমন্ট লেক স্টেট পার্কে আয়োজিত বনভোজনস্থল ছিল যেন এক খণ্ড ঢাকা। সেই সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার আমন্ত্রিত অতিথিবৃন্দ। যার কৃতিত্ব দিতে হয় সংগঠনের নেতৃত্বকে। সভাপতি দুলাল বেহেদু ও সাধারণ সম্পাদক কাজী স্বপনের নেতৃত্বাধীন কমিটি ঢাকা জেলা এসোসিয়েশনকে প্রবাসের একটি গণমুখী সংগঠনে পরিণত করেছেন। বিশেষ করে সভাপতি দুলাল বেহেদুর যোগ্য নেতৃত্ব প্রশংসার দাবিদার।

বনভোজনে শুধু ঢাকাবাসী নয়, ছিলেন প্রবাসের নেতৃস্থানীয় নেতৃবৃন্দ, ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটির আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন নিউইয়র্কের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

ছোট বড় সব বয়সী মানুষের উপস্থিতিতে বনভোজন প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। বিশেষ করে বিপুলসংখ‍্যক মানুষ তথা ঢাকাবাসীর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত। প্রিয়জনদের কাছে পেয়ে সবার চোখে ছিল আনন্দের ঝিলিক।

উল্লেখ‍্য, ঢাকার পাঁচটি উপজেলা যথাক্রমে দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, সাভার এবং ধামরাই নিয়ে ঢাকা জেলা এসোসিয়েশন ইউএসএ ইনক গঠিত।

সকালে নাস্তা পরিবেশনের মধ‍্য দিয়ে শুরু হয় বনভোজনের কার্যক্রম। এ সময় সবাইকে স্বাগত জানিয়ে বনভোজনের প্রতিটি মুহূর্ত উপভোগ করার আহ্বান জানান ঢাকা জেলা এসোসিয়েশন ইউএসএ ইনক’র সভাপতি দুলাল বেহেদু ও সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম স্বপন। তারা বলেন, প্রবাসের ব‍্যস্ততম জীবনে এলাকার মানুষকে ন‍্যূনতম আনন্দ দিতে পারলেই তারা নিজেদের ধন‍্য মনে করবেন। এসময় তারা জানিয়ে দেন যোহরের নামাজের পর বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

এ সময়ে উপস্থিত সবাই যার যার পরিবার পরিজন নিয়ে এদিক ওদিক সময় কাটান। সেই সঙ্গে আয়োজকদের পরিবেশন করা তরমুজের স্বাদ গ্রহণ করেন। ইতমধ্যে অতিথিসহ বনভোজনের যোগ দেয়া অধিকাংশ মানুষই বেলমন্ট লেক স্টেট পার্কে উপস্থিত হন।

বেলা ১টার পর যোহরের নামাজ শেষে শুরু হয় ঢাকা জেলা এসোসিয়েশন ইউএসএ ইনক’র বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব। এ সময় মেলার প‍্যাভিলয়ন প্রাঙ্গণ ছিল লোকে লোকারণ্য।

ঢাকা জেলা এসোসিয়েশন’র সভাপতি দুলাল বেহেদুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম স্বপন। এ সময় বক্তৃতা করেন সংগঠনের উপদেষ্টাবৃন্দ, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ খায়রুল আলম, বনভোজনের আহবায়ক কবির খান, সদস‍্য সচিব দেওয়ান কাউসার, সংগঠনের সাংগঠনিক সম্পাদক বি এস সাইফুলসহ অনেকে।

এ সময় ঢাকা জেলা এসোসিয়েশনের সভাপতি দুলাল বেহেদু বলেন, আমাদের নিজেদের মধ্যে বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় করা এবং ঢাকার ঐতিহ্য তুলে ধরার অভিপ্রায়ে আমরা এ বনভোজনের আয়োজন করেছি। সেই সঙ্গে আমাদের আয়োজনে যোগ দিয়েছেন অন‍্য জেলার অতিথিগণ। সব মিলিয়ে আমি বলব, এ বনভোজন ঢাকাবাসীর সঙ্গে অন‍্য সবার সেতুবন্ধন হিসাবে কাজ করছে। পরে তিনি বেলুন উড়িয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আর করতালির মাধ‍্যমে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত সকলে।

তারপর সবাই চলে যান খেলার মাঠে। শুরু হয় সব বয়সী বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা। ছিল বড়দের দৌড়। এ সময় মেয়েদের ইন এন্ড আউট খেলাটি সবার মাঝে সাড়া ফেলে।

এরপর দুইভাগে ভাগে ভাগ হয়ে অনুষ্ঠিত হয় দিনের আকর্ষণীয় ইভেন্ট ফুটবল খেলা। এ সময় সাদা ও হলুদ জার্সি পরিধান করা সবাইকে বেশ সুন্দর লাগছিল। ফুটবল খেলায় অংশ নেয়া সবার জন‍্যই ছিল পুরস্কারের ব‍্যবস্থা। ফুটবল খেলা শেষে সবার মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়। বাহারী বাঙ্গালী খাবারে তৃপ্তির ঢেঁকুর তোলেন উপস্থিত সকলে। পড়ন্ত বিকেলে ছিল মেয়েদের পিলো পাসিং। চারদিকে গোল হয়ে দাঁড়িয়ে অংশ নেন সব বয়সী মেয়েরা। আর এ দৃশ‍্যটি ছিল খুবই দৃষ্টিনন্দন।

পিলো পাসিং শেষে শুরু হয় সঙ্গীতানুষ্ঠান। শিল্পী রায়ান তাজ, প্রমী তাজ, ডালিয়া আর নাসরিন চৌধুরীর গানে নেচে গেয়ে উল্লাস করেন বনভোজনে অংশ নেয়া সকলে। সঙ্গে পরিবেশন করা হয় ঝালমুড়ি, আম ভর্তা। ছিল চায়ের কাপে চুমুক দেয়ার সুযোগ।

সবশেষে ছিল বনভোজনের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট র‍্যাফেল ড্র। স্বর্ণালঙ্কার সেট, এয়ার টিকেটসহ মোট ১২টি ক‍্যাটাগরীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা জেলা এসোসিয়েশন ইউএসএ ইনক’র নেতৃবৃন্দ।

দিনব্যাপী নানা আয়োজনে সময় কাটিয়ে সবাই ফেরেন আপন নীড়ে। সভাপতি দুলাল বেহেদু অনুষ্ঠানকে সফল এবং স্বার্থক করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন