১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৬:০৮:৩৪ পূর্বাহ্ন


মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৃহত্তর কুমিল্লা সমিতির জমজমাট বনভোজন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-০৮-২০২৫
মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৃহত্তর কুমিল্লা সমিতির জমজমাট বনভোজন বেলুন উড়িয়ে বৃহত্তর কুমিল্লা সমিতির বনভোজন উদ্বোধন


প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন বৃহত্তর কুমিল্লা সমিতির জমজমাট বনভোজন বর্নিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। হৃদয়ের টানে লংআইল্যান্ডের হ্রদের পাড় হ্যাকশেয়ার স্টেট পার্কের মনোরম পরিবেশে গত ৩ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। ছায়ায় ঘেরা এবং সবুজের সমারোহে এ বনভোজনে কুমিল্লাবাসী ছাড়াও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাস এবং প্রাইভেট কারযোগে সকাল থেকেই মানুষজন বনভোজন স্পটে যেতে থাকে। তাছাড়া ওইদিন নিউইয়র্কের আবহাওয়া ছিল চমৎকার। যাকে বলে একেবারে বনভোজন করার জন্য উপযুক্ত পরিবেশ। আর সেই সুযোগে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বনভোজন স্পটে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। একসময় তা একখন্ড ছোট্ট কুমিল্লায় পরিণত হয়। পিকনিক স্পটকে একখন্ড কুমিল্লায় পরিণত করতে সভাপতি ডা. ইনামুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ এ সিদ্দিক পাটোয়ারিসহ কার্যকরি কমিটির প্রতিটি সদস্য অক্লান্ত পরিশ্রম করেছেন। দিনব্যাপী বনভোজনে অংশগ্রহণকারীরা আনন্দ- আড্ডায় সময় কাটিয়েছেন। আরো ছিল শিশুকিশোরদের খেলাধুলা, পুরুষদের ফুটবল এবং মহিলাদের বালিশ খেলা। ছিল আকর্ষণীয় র‌্যাফেল ড্র এবং শেষ বিকালে সংগীত পরিবেশন ও পুরস্কার বিতরণ। মোটামুটি বলা যায় একটি দিন কুমিল্লাবাসী নিজের মতো করে কাটিয়েছে সৌহার্দ্য সম্প্রীতিতে।

সকালে বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কাজী এন্টারপ্রাইজের সিইও কাজী এনামুল হক। সংগঠনের সভাপতি ডা. ইনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ এ সিদ্দিক পাটোয়ারির পরিচালনায় বনভোজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইস্টকোস্ট এনেস্থেশিয়া গ্রুপের সভাপতি ডা. আবুল কাশেম এমডি। গেস্ট অব অর্নার ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. আতাউল এইচ চৌধুরী, প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ সোসাইটির সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম ভূইয়া, পৃষ্ঠপোষক হাজি মোহাম্মদ ইসমাইল, বনভোজন কমিটির প্রধান উপদেষ্টা কাজী তোফায়েল ইসলাম, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজুল পাটোয়ারি, আহবায়ক মফিজুল ইসলাম ভূইয়া রুমি, সদস্য সচিব বাছেদ ভূইয়া, প্রধান সমন্বয়কারী মোহাম্মদ দলিলুর রহমান, যুগ্ম আহবায়ক ফারহানা আক্তার, সমন্বয়কারী নূরুল ইসলাম ও যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন জাহিদ।

মামুন মিয়াজির সার্বিক তত্ত্বাবধানে, সোহেল গাজী ও আব্দুল হান্নান ভুইয়ার তত্ত্বাবধান ও মিয়া মোহাম্মদ দুলালের সার্বিক সহযোগিতায় বনভোজনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, জেবিবিএ’র সভাপতি হারুণ ভুইয়া, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল বেহেদু, বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, কমিউনিটি অ্যাকটিভিস্ট মাওলানা অলিউল্যাহ আতিকুর রহমান, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম মাছুম, কুমিল্লা সোসাইটির সভাপতি আবুল হোসেন, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক সভাপতি আমিন খান জাকির, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি আলমগীর সরকার, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক সভাপতি বাবুল চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, প্রোস্মার্ট আইটি জব কনসালটিংয়ের প্রেসিডেন্ট মনির রহমান, বৃহত্তর রাজশাহীর সভাপতি মোহাম্মদ মজিব উদ্দিন জেন্টু, বিশিষ্ট ব্যবসায়ী আবু চৌধুরী, কাজী আছাদ উল্যাহ, জাহাঙ্গীর হোসেন ভূইয়া, শাহরিয়ার চৌধুরী বিদ্যুৎ, সাবেক ইউপি চেয়ারম্যান এ আর মাহবুবুল হক, বৃহত্তর দাউদকান্দি সোসাইটির সভাপতি মোহাম্মদ আবু মুছা, কমিউনিটি এক্টিভিস্ট তারেক হাবিব, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদ টিটো, বিপ্লব সাহা, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল বাছির, ওয়ার্ল্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলের সিইও শামসুদ্দিন বশির, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন, ইউএস বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি সাইদুজ্জামান রিংকু।

বনভোজন সফলে সহযোগিতায় ছিলেন উপকমিটির উপদেষ্টা মঞ্জুরুল আলম হারুণ, হাসান মাহমুদ সুহেল, কবির হোসেন অভি, সেলিম আহমেদ, শামছু উদ্দিন শামীম, জামান তপন, সাইদুল ইসলাম রিয়াদ, তুহিন সরকার, লুৎফুর রহমান চুন্নু, দবির হোসেন শামীম, আলম সরকার, শাহ মোয়াল্লেম, নূরে আলম মনির, হেলাল উদ্দিন, বাবুল মিয়া, মোহাম্মদ ইউনুস সরকার, জাহাঙ্গীর সরকার, আবুল খায়ের আকন্দ, হাজি পেয়ার আহমেদ, জাকির হোসেন, বাসেদ ভুইয়া, নাদিম ইকবাল, জাকির হোসেন, তাফাজুল হাসেন, নূর মোহাম্মদ, আবু জাফর ইকরাম, আলমগীর হোসেন মোল্লা, মনির হোসেন, মাহাবুবুর রহমান, জামিল খান, মোহাম্মদ টিপু, মনিরুল ইসলাম, মাহাবুব আলম, আলী মিয়াজি, মোহাম্মদ আলম, তাজুল ইসলাম, মোহাম্মদ সাদেক, মোহাম্মদ ইব্রাহিম, মাসুদ, জামান মোহাম্মদ কলিম উল্যাহ, মোহাম্মদ রহিম ভূইয়া, তুহিন সরকার, আব্দুস সালাম, বাবুল মিয়া, জসিম উদ্দিন, ফয়েজ আহমেদ, নূর মোহাম্মদ, আবু বকর, সাইফুল ইসলাম প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ শেষে বনভোজনকে সফল এবং সার্থক করার জন্য ধন্যবাদ জানান সভাপতি ডা. ইনামুল হক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এ সিদ্দিক পাটোয়ারি।

শেয়ার করুন