৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০৭:০৫:৫২ পূর্বাহ্ন


সারার অনুষ্ঠানে জোহরান মামদানি
নিউইয়র্কের উন্নয়নে ভূমিকা রাখছেন রিয়েল এস্টেট এজেন্টরা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-০৮-২০২৫
নিউইয়র্কের উন্নয়নে ভূমিকা রাখছেন রিয়েল এস্টেট এজেন্টরা বক্তব্য রাখছেন জোহরান মামদানি


আপনারা যারা নিউইয়র্কবাসীর স্বপ্ন পূরণ করছেন, তারা মানুষের স্বপ্ন পূরণের পাশাপাশি নিউইয়র্ক তথা আমেরিকার অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা পালন করছেন। গত ১ আগস্ট সন্ধ্যায় উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত হয়। সাউথ এশিয়ান আমেরিকান রিয়েলটের অ্যাসোসিয়েশনের সভাপতি সরোয়ার খান বাবুর সভাপতিত্বে এবং আশরাফুল হাসান বুলবুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক সিটির ডেমোক্রেটিক পার্টির মেয়র প্রার্থী জোহরান মামদানি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অ্যাটর্নি মোহাম্মদ ওসমান মালিক, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন, চিফ অ্যাডভাইজার মেহের খানজাদা, অনুষ্ঠানের আহ্বায়ক নূরুজ্জামান সর্দার, টিভিএন ২৪-এর ভাইস প্রেসিডেন্ট এএফ মিসবাউজ্জামান, ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র প্রার্থী জোহরান মামদানি মানুষের স্বপ্ন পূরণের জন্য রিয়েল এস্টেট ব্যবসায়ীদের ধন্যবাদ জানানো পাশাপাশি বলেন, আপনারা শুধু স্বপ্ন পূরণ করছেন না, নিউইয়র্ক তথা আমেরিকার উন্নয়নেও ভূমিকা রাখছেন। তিনি পুলিশ অফিসার দিদারুল ইসলামের কথা উল্লেখ করে বলেন, তার মৃত্যুসংবাদ পেয়ে আমি প্রথমে ফোন করেছিলাম এবং নিউইয়র্ক এসে তার বাসায় যাই। আমি তার স্ত্রী-সন্তান, মা-বাবা, ভাই-বোন এবং আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি আরো বলেন, এখান থেকে আমার শেখার অনেক কিছু আছে। দিদারুল নিজের জীবন দিয়ে অন্যদের জীবন রক্ষা করেছেন। কীভাবে অন্যের জন্য স্যাক্রিফাইজ করতে হয় তা তিনি আমাদের শিখিয়েছেন।

সভাপতি সরোয়ার খান বাবু অনুষ্ঠান সফর এবং সার্থক করার জন্য যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং এই সংগঠনের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসাইন সারার সদস্যসহ সবাইকে ধন্যবাদ জানান সহযোগিতার জন্য।

অনুষ্ঠানে কার্যকরি কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। তারা হলেন-সভাপতি সরোয়ার খান বাবু, সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসাইন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আসিফ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আজিজুল হক মুন্না, ভাইস প্রেসিডেন্ট আবু এস চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আহমেদ জসীম, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সাইফুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট আবুল ফজল দিদারুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ করিম, ভাইস প্রেসিডেন্ট মাসুদ সিরাজি, ভাইস প্রেসিডেন্ট জাহিদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট ফাহিম খাতরি, ভাইস প্রেসিডেন্ট গোলাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মারুফ মিয়া, জয়েন সেক্রেটারি মোহাম্মদ সেলিম রেজা, মোহাম্মদ এম প্রামাণিক, নূরুজ্জামান সর্দার, ফেরদৌস কায়েস, আরাফাত চৌধুরী, জাফর সাদিক, এইচএম ইকবাল, সাংগঠনিক সম্পাদক মির্জা মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ হালিম, সফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ শামীম নাসের, অফিস ম্যানেজমেন্ট জিনাত আক্তার, পাবলিসিটি সেক্রেটারি জারা আলম আফিদা, সমাজকল্যাণ সম্পাদক সাদমান জামান, মহিলা সম্পাদিকা আদান ইসলাম, শিক্ষাবিষয়ক সম্পাদক ফারহানা চৌধুরী, ক্রীড়া সম্পাদক সালাউদ্দিন খান তুহীন, সাংস্কৃতিক সম্পাদক সাবিনা চৌধুরী, কালচারাল সেক্রেটারি মোস্তফা কামাল মুকুল, সেলিম ইব্রাহিম, জেনারেল মেম্বার হাবিব রহমান, শামীম আহমেদ, মোহাম্মদ রাশিদ, নাসরিন সুলতানা, আশরাফ আহমেদ, জান্নাতুল মাহিমা, নিগার সুলতানা, সুমন রায়, মোহাম্মদ হাশেম, মুনমুন সাহা, মাকসুদ ইকবাল, মোহাম্মদ আতাউর রহমান, সাব্বির আহমেদ, ফারহানা এফ চৌধুরী। পরিচয় করিয়ে দেয়া হয় উপদেষ্টা পরিষদের সদস্যদেরও।

ইভেন্ট কমিটির সদস্য সচিব মির্জা মোহাম্মদ হোসাইনের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী নাজু আকন্দসহ অন্য শিল্পীরা।

শেয়ার করুন